বিপিএল

জয়ের পরিপক্বতায় মুগ্ধ রোডস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:22 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

যুব বিশ্বকাপ আর ঘরোয়া ক্রিকেট রাঙিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাহমুদুল হাসান জয়। আন্তর্জাতিক ক্রিকেটে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তরুণ এই ওপেনার। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অভিষেক হয় জয়ের। দারুণ এক ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডসের নজর কেড়েছেন জয়।

ইনিংস উদ্বোধন করতে নেমে জয় ব্যাটিং করেন ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত। এ সময়ে মোট ৩৫টি বল মোকাবেলা করে ৪৮ রান করেন তিনি। ইনিংসে ছিল আটটি চার ও একটি ছয়ের মার।

তার ইনিংসে স্কোরবোর্ডে সাত উইকেটে ১৫৮ রান তোলে কুমিল্লা। এরপর সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে মাত্র ৯৫ রানে অলআউট করে ৬৩ রানের বড় জয় তুলে নেয় কুমিল্লা। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা জয়ের নিবেদনে মুগ্ধ হয়েছেন রোডস।

ম্যাচ শেষে তিনি বলেন, 'বিপিএল অভিষেকে জয় দারুণ খেলেছে। সে খুব শান্ত স্বভাবের ছেলে। সবসময় সবকিছু খুব স্বাভাবিক রাখে। তাকে কখনও ঘাবড়ে যেতে দেখিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখেছে, এবার বিপিএলে পা রাখল। সে অবশ্যই ভবিষ্যতের উজ্জ্বল এক তারকা।’

কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রাখেন জয়। সেই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ২২৮ বল খেলে ৭৮ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ডানহাতি এই ওপেনার। ২১ বছর বয়সী এই ওপেনারের সেই ইনিংসটিও নজর এড়ায়নি রোডসের।

রোডস আরও বলেন, 'বড় শট না হাঁকিয়েও সে রানের গতি বাড়াতে পারে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিল সে এবং তা শক্তিশালী একটি বোলিং আক্রমণের বিপক্ষে। আজ সে অনেককে অবাক করেছে। তরুণরা আসবে আর ভালো করবে। সে আজ দারুণ করেছে।'