বিপিএল

ইমরুলের অধিনায়কত্ব মনে ধরেছে রোডসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:17 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। আর এসব জয়ে অধিনায়ক ইমরুল কায়েসের বড় ভূমিকা দেখছেন কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস।

নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে দুই উইকেটে হারায় কুমিল্লা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৬৩ রানের বড় ব্যবধানে হারায় ইমরুলের দল।

টানা দুই জয়ে উচ্ছ্বসিত রোডস। তবে মাটিতেই পা রাখছেন বাংলাদেশের সাবেক এই কোচ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কন্ডিশনে দলের ক্রিকেটারদের নিবেদন মুগ্ধ করেছে তাকে। ম্যাচ শেষে ইমরুলের নেতৃত্বের প্রশংসাও করেছেন এই ইংলিশম্যান।

রোডস বলেন, 'ইমরুল আজকে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে। প্রথম ম্যাচেও তার অধিনায়কত্ব দারুণ ছিল। আমার মনে হয়, অধিনায়ক হিসেবে সে পরিণত হয়ে উঠছে। এটা ভালো ইঙ্গিত, অবশ্যই ভালো ইঙ্গিত।'

'আমাদের শুরুটা দারুণ হয়েছে। দুই ম্যাচে দুই জয়। আজকে তুলনামূলকভাবে বেশি পেশাদার অলরাউন্ড পারফরম্যান্স ছিল। সব দিক থেকেই আমি রোমাঞ্চিত। একটা স্কোর গড়তে পেরেছি শুরুতে, যেটা আমাদের মনে হয়েছে লড়াই চালিয়ে যাবার মতো রান। বোলিংও আজকে অসাধারণ ছিল।'

ইমরুলের অধিনায়কত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাও জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও পঞ্চপাণ্ডবের ভিড়ে দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেয়ার সুযোগ মেলেনি ইমরুলের।