ভারতীয় ক্রিকেট

রোহিত তিন সংস্করণেই নেতৃত্ব দেয়ার যোগ্য: মাঞ্জরেকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:17 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

গত কয়েক মাসের ব্যবধানে তিন সংস্করণের ক্রিকেটে নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এরপর সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা। তবে লাল বলের ক্রিকেটে নতুন অধিনায়ক নিয়ে ভাবছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, তিন সংস্করণেই ভারতকে নেতৃত্ব দেয়ার যোগ্য রোহিত শর্মা।

সংক্ষিপ্ত সংস্করণে ভারতের নেতৃত্ব সামলাচ্ছেন রোহিত। এর আগে সাদা বলের ক্রিকেটে তিনি দীর্ঘ দিন ধরে কোহলির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে রোহিতের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি।

মাঞ্জরেকার বলেন, 'ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতা আছে কেবল রোহিতের। সে টি-টোয়েন্টিতে দুর্দান্ত। স্বাভাবিকভাবেই  আমরা আইপিএলে এটা দেখেছি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ওয়ানডেতেও ভারতকে নেতৃত্ব দিয়েছে। টেস্টে সে সবচেয়ে যোগ্য প্রার্থী।'

ভারতের বর্তমান দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। তাদের নেতৃত্ব দেয়ার খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও, তাদের মধ্যে সম্ভাবনা দেখছেন সঞ্জয়। তার মতে টেস্টে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আগামী এক বছর সময় নেয়া উচিত।

তিনি বলেন, 'আগামী এক বছরে ভারতের কাছে ভালো কোনো বিকল্প নেই। সম্ভাব্য সবারই চারপাশে অনেক সমস্যা আছে। আগামী এক বছরে দুটি টেস্ট ম্যাচ। প্রচুর টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে হবে। তাই এক বছর সময় নিয়ে যোগ্য কাউকে নির্বাচন করুন।'