পাকিস্তান- অস্ট্রেলিয়া সিরিজ

পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি অজিদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 বুধবার, 26 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যেতে আপত্তি আছে বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। জনপ্রিয় অস্ট্রেলিয়ান দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে এমনটাই। যদিও এই সফরের ব্যাপারে এখনও ইতিবাচক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

শেষবার ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেবার মার্ক টেলরের নেতৃত্বে সেখানে খেলতে গিয়েছিল অজিরা। এবার প্রায় ২৪ বছর পর পাকিস্তান সফরের হাতছানি অস্ট্রেলিয়া দলের সামনে।

পাকিস্তান সফরের প্রস্তুতি ইতোমধ্যেই নিতে শুরু করেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাই বিশ্রামে রাখা হয়েছে অজি হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, দলটির ওপেনার ডেভিড ওয়ার্নার ও অলরাউন্ডার মিচেল মার্শকে।

কিছুদিন আগেও এই সফরের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিল সিএ'র শীর্ষস্থানীয় এক কর্তা, 'ক্রিকেট অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফরের পরিকল্পনা করছে। তারা নিয়মিতই নিজেদের সঙ্গে এবং নিজ দেশের সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।'

'আমরা আমাদের ক্রিকেটারদের সঙ্গে খোলাখুলি আলোচনা করছি, নিয়মিতই করছি। নিজেদের নিরাপত্তা, জৈব সুরক্ষা বলয় ও সফরের বিভিন্ন আয়োজন নিয়ে আমরা প্রতিনিয়তই আলোচনা করছি।'

কোন কোন ক্রিকেটার পাকিস্তানে যেতে আপত্তি প্রকাশ করেছে তা অবশ্য উল্লেখ করেনি সিডনি মর্নিং হেরাল্ড। সিএ'র পক্ষ থেকে তাদের এই সফরের ব্যাপারে আগ্রহী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।