বিপিএল

নাহিদুলে মুগ্ধ সাকিব-ইমরুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:36 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন নাহিদুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই স্পিনার এদিন ৪ ওভার বোলিং করে এক মেডেনের সঙ্গে ৫ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। নাহিদুলের এই বোলিং পরিসংখ্যানই বিপিএলের ইতিহাস সেরা।

বিপিএলে কোনো ম্যাচে ৪ ওভারে সবচেয়ে কম রান দেয়ার রেকর্ডটি এতদিন দখলে ছিল শহীদ আফ্রিদির। ২০১৫ সালের আসরে সিলেট সুপার স্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৫ রান দিয়েছিলেন আফ্রিদি। এক মেডেনের সঙ্গে নিয়েছিলেন ২ উইকেট। এবার সমান ৫ রান দিয়ে তার সঙ্গী হয়েছেন নাহিদুল।

এমন বোলিংয়ের পর প্রতিপক্ষ দলের অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা পেয়েছেন এই পেসার। বরিশালের অধিনায়ক মনে করেন নাহিদুলই তাদের হাত থেকে ম্যাচটি বের করে নিয়ে গেছেন।

সাকিব বলেন, 'নাহিদুলকে কৃতিত্ব দিতে হবে। সে খুব ভালো জায়গায় বল করেছে। যখন আমাদের ব্যাটাররা বড় শট খেলতে চাইছিল তখন তারা আউট হয়ে গেছে। টুর্নামেন্টের মাত্র শুরু, আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে।'

১৫৯ রানের লক্ষ্য দেয়া কুমিল্লা নিজেদের প্রথম ওভারেই বল তুলে দিয়েছিল নাহিদুলের হাতে। প্রথম ওভারে কোনো রান না দিয়েই তিনি তুলে নেন সৈকত আলীর উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে চতুর্থ বলেই সাকিব আল হাসানকে দ্বিতীয় শিকার বানান নাহিদুল।

তৃতীয় ওভারে ১ রান দিয়েছিলেন। চতুর্থ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ক্রিস গেইলের গুরুত্বপূর্ণ উইকেট। এমন বোলিংয়ের পর নাহিদুল জানিয়েছেন দলের জয়ে যেভাবেই হোক অবদান রাখতে চেয়েছিলেন। আর বড় খেলোয়াড়দের উইকেট নিয়ে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি।

নাহিদুলের ভাষ্য, 'পরিকল্পনা সবসময়ের জন্য একটাই থাকে। চেষ্টা করি যতটা সম্ভব দলের জন্য অবদান রাখা যায় এবং চাপ ধরে রাখা যায়। অবশ্যই খুব ভালো লাগে, বড় খেলোয়াড়ের উইকেট পেলে আত্মবিশ্বাসটা বাড়ে। চেষ্টা করি সবসময় ধারাবাহিকতা ধরে রাখতে।'

বিপিএলে আগের ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষেও উজ্জ্বল ছিলেন নাহিদুল। ব্যাট হাতে ১৬ রান করার পর ২০ রানে নিয়েছিলেন ২ উইকেট। সেই ম্যাচেও ম্যাচ সেরার পুরষ্কার উঠেছিল তার হাতে। দিন শেষে নিজ অধিনায়ক ইমরুল কায়েসেরও বাহবা পেয়েছেন তিনি।

ইমরুল বলেছেন, 'জয় পেলে সবসময়ই ভালো লাগে। দলের সবার পারফরম্যান্সে ভালো লাগছে। গত ম্যাচেও নাহিদুল দারুণ বোলিং করেছে। সে অনেক আত্মবিশ্বাসী।'