ভারতীয় ক্রিকেট

আইপিএল দেখে ভেঙ্কটেসকে ওয়ানডে দলে নেয়ায় চটেছেন গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:42 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথমবারের মতো ভারতের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন ভেঙ্কটেস আইয়ার। এই সিরিজে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি শেষবারের আইপিএলে দুর্দান্ত খেলে আসা এই ক্রিকেটার। ভারতের ওয়ানডে দলে তাকে ডাকার দরকার ছিল না বলে মনে করেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ক্রিকেটারের মতে, জাতীয় দলে এখন পর্যন্ত শুধুমাত্র টি-টোয়েন্টিতেই খেলার সামর্থ্য আছে ভেঙ্কটেসের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এরপর থেকেই ভারতের ক্রিকেটারদের নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। এবার সমালোচনা হচ্ছে ভেঙ্কটেসকে নিয়েও।

লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুই ও দ্বিতীয় ওয়ানডেতে ২২ রান করেন আইপিএলে ইনিংস উদ্বোধন করা ভেঙ্কটেস। তৃতীয় ওয়ানডেতে দলেই জায়গা মেলেনি তার। অথচ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বশেষ আইপিএলে ১০ ইনিংসে ৩৭০ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এবারের সিরিজে তার বাজে পারফরম্যান্সের পর গম্ভীর বলেন, 'আমি মনে করি তাকে শুধুই টি-টোয়েন্টিতে খেলানো উচিত। তার এখনও সেরকম ম্যাচুরিটি আসেনি। ৭-৮ টি আইপিএল ম্যাচ দেখেই তাকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ দেয়া হয়েছে। আইপিএলের পারফরম্যান্স দেখেই যদি তাকে দলে নেয়া হয় তাহলে তাকে টি-টোয়েন্টি দলে নিলেই ভালো। ওয়ানডে ভিন্নরকম খেলা।'

'আইয়ার আইপিএলে ওপেন করেছে। এখন সে মিডল অর্ডারে খেলছে। তাকে পুনরায় আইপিএলে পাঠানো হোক। তাকে যদি ওয়ানডে ক্রিকেটে রাখা হয়, তাহলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলে আসুক তাকে মিডল অর্ডারে খেলাতে। তাকে টি-টোয়েন্টিতেই রাখা হোক এবং ওপেনার হিসেবে। যদি আইপিএলে সে ওপেনিং করে, কেবল তাহলে।'

মূলত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে জাতীয় দলের সুবাস পেয়েছেন ভেঙ্কটেস। টি- টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন ভেঙ্কটেস।