বিপিএল

মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:05 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালের ডিসেম্বরের পর পেরিয়ে গেছে লম্বা সময়, ইনজুরি ও নানা বাস্তবতায় ২০২১ সালের পুরোটা বছর মাঠের বাইরে কাটিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পর ৪০২ দিন পর মাঠের ক্রিকেটে ফিরেই বুড়ো হাড়ের ঝলক দেখিয়েছেন অভিজ্ঞ এই পেসার। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২১ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার মাশরাফি। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ফেরার ম্যাচে হেরেছে তার দল মিনিস্টার ঢাকা। মাশরাফিতে খুশি হলেও দলীয় পারফরম্যান্সে অখুশি মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি তামিম ইকবাল ও মোহাম্মদ শাহজাদ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে লড়াই করতে পেরেছেন শুধু মাহমুদউল্লাহ ও শুভাগত হোম।

৩৩ রানে ঢাকার অধিনায়ক ফেরেন নাজমুল অপুর শিকার হয়ে। ২১ রান করা শুভাগতকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই স্পিনার। এই দুজন ছাড়া রুবেল হোসেন করেছেন ১২ রান। এদিকে ৩০ বলে ১৫ রান আসে নাইম শেখের ব্যাট থেকে। নিজেদের ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে বলে জানিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। 

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘উইকেট খুব ভালো ছিল। উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই। আরো ভালো ব্যাটিং করা উচিত ছিল। যেভাবে আমরা ব্যাটিং করেছি তা হতাশাজনক ছিল। শুরুটা ভালো করিনি এবং আমাদের কোনো জুটি হয়নি। মধ্যভাগেও আমাদের ব্যাটিং ভালো হয়নি। কোনো জুটি পাইনি। ব্যাটিংয়ে অ্যাফোর্ট দিতে পারিনি, এটা হতাশাজনক ছিল। আমি মনে এটা আমাদের জন্য অনেক বড় প্রেরণার। মাঠে ফিরতে নিজের ফিটনেস এবং বোলিং স্কিল নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন। এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন। দুটি উইকেট পেয়েছেন।’

‘দল হিসেবে আমরা ভালো করিনি। দলগত পারফরম্যান্সে আমি খুবই হতাশ আজ। আমরা এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে সমতা আনতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। এজন্য আমাদের প্রত্যেকটে রি-গ্রুপ হতে হবে। উন্নতির জায়গাগুলো খুঁজতে হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।‘