বিপিএল

মুশফিক দ্রুতই রানে ফিরবেন, বিশ্বাস নাফিসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:05 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই রান খরায় ভুগছেন মুশফিকুর রহিম। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও রানের দেখা পাচ্ছেন না বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটার।

প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৬ রানের পর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১১ রান করেন মুশফিক। যদিও অভিজ্ঞ এই ব্যাটারের রান নিয়ে চিন্তিত নয় তার দল খুলনা টাইগার্স।

মুশফিক দ্রুতই ফর্মে ফিরবেন বলে বিশ্বাস দলটির ম্যানেজার নাফিস ইকবালের। এই উইকেটরক্ষক ব্যাটার নিজের প্রক্রিয়া ঠিক রেখে খেলতে ফর্মে ফিরতে বেশি সময় নেবেন না বলেই আশা নাফিসের।

তিনি বলেন, 'সে একজন চ্যাম্পিয়ন এবং আইকনিক খেলোয়াড়। আমরা সবাই জানি ওর সামর্থ্য কী। অবশ্যই এটা (তাঁর ফর্ম) নিয়ে চিন্তার কিছু নেই। সে তাঁর প্রসেস ঠিক রাখে। সে বাংলাদেশ ক্রিকেট এবং খুলনা টাইগার্স দলের অন্যতম সেরা প্রতিনিধি। আমরা তাঁকে নিয়ে আত্মবিশ্বাসী এবং শীঘ্রই সে রানে ফিরবে।'

বিপিএলের এবারের আসরে ২ ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের স্বাদ পেয়েছে খুলনা। নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে চট্টলার মাটিতেই খেলবে খুলনা। নাফিস আশাবাদী দ্বিতীয় পর্বেই ঘুরে দাঁড়াবে তাদের দল।

দলটির ম্যানেজার বলেন, 'দেখুন টি-টোয়েন্টি খেলাটাই এমন। এখানে আগাম বলে দেওয়াটা কঠিন। আমি মনে করি চট্টগ্রাম আমাদের চেয়ে ভালো খেলেছে যে কারণে তাঁরা জিতেছে। তবে আমরা ভালো দল এবং আমাদের প্রস্তুতি ভালো। খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী। আশা করি চট্টগ্রাম পর্বে আমরা ঘুরে দাঁড়াব। আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিসিং ছিল। চট্টগ্রামে তাঁরা দলের সঙ্গে যোগ দিবে।'