ভারত

ভারতের অফফর্ম সাময়িক: শাস্ত্রী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকা সফরে বাজে পারফরম্যন্সের কারণে সমালোচনার মুখে পড়েছে ভারত। তবে দলের এমন বাজে সময়ে পাশে দাঁড়িয়েছেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক এই কোচের মতে, এটা ভারতের সাময়িক চিত্র, শীঘ্রই ঘুড়ে দাঁড়াবে দল।

সেঞ্চুরিয়ান টেস্টে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করে ভারত। প্রোটিয়াদের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির দলের এমন পারফরম্যান্স প্রশংসা পাওয়ার মতো। কিন্তু পরের দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে ভারত। 

লাল বলের সিরিজে প্রতিদ্বন্দিতা করলেও সাদা বলে একেবারে মলিন ছিল লোকেশ রাহুলের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।

শাস্ত্রী বলেন, 'আপনি যদি একটা সিরিজ হারেন, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা শুরু করবে। আপনি সব খেলা জিততে পারবেন না, এখানে জয়-পরাজয় দুটোই থাকবে। এটা দলের সাময়িক একটা চিত্র। আপনি পাঁচ বছর ধরে বিশ্ব সেরা, এখন হঠাৎ করে কিভাবে মান কমে যায়?'

কয়েক মাসের ব্যবধানে সব ধরনের ক্রিকেট থেকে নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। অভিজ্ঞ এই ব্যাটারের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন ভারতের সাবেক এই প্রধান কোচ।

কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'এটা তার ব্যক্তিগত পছন্দ। তার সিদ্ধান্তকে আপনার সম্মান করা উচিত। সবকিছুরই একটা সময় আছে। অতীতে অনেক তারকা খেলোয়াড় নিজের ব্যাটিংয়ে বা ক্রিকেটে মনযোগ বাড়াতে অধিনায়কত্ব ছেড়েছে।'