ভারতীয় ক্রিকেট

পান্তকে টেস্ট অধিনায়ক করতে বারণ করছেন ওয়ার্ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:59 মঙ্গলবার, 25 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট||

বিরাট কোহলি হুট করে টেস্ট অধিনায়কত্ব ছাড়ায় আলোচনা চলছে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে। এই আলোচনায় যোগ দিলেন শেন ওয়ার্নও। লোকেশ রাহুল, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও ঋষভঁ পান্ত- এই নামগুলোই ক্রীড়াবিশ্লেষকদের মুখে মুখে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার ওয়ার্ন অবশ্য এই তালিকা থেকে পান্তের নাম সরাতে চাইছেন।

টেস্ট দলের সম্ভাব্য অধিনায়কদের মধ্যে ৩৪ বছর বয়সী রোহিত শর্মার নামই সবচেয়ে এগিয়ে। তবে ভারতের ম্যানেজমেন্ট যদি লম্বা সময় বিবেচনা করে, তাহলে রোহিতের চাইতে রাহুল বা পান্তকেই গুরুত্ব দিতে হবে।

এদিকে কিছুদিন আগে ভারতের টেস্ট দলের অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বুমরাহ। এই পেসারকে যোগ্য মানছেন ওয়ার্নও। একইসঙ্গে কোনো উইকেটরক্ষককে অধিনায়কত্ব দেয়ার ব্যাপারেও রাজি নন তিনি।

ওয়ার্ন বলেন, 'উইকেটরক্ষকের অধিনায়ক হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা, একজন উইকেটরক্ষক ভালো সহকারী হয়, সে একজন সহ–অধিনায়ক হতে পারে। ভারত দলের দিকে তাকালে, আমার মনে হয় জসপ্রিত বুমরাহ খুব ভালো অধিনায়ক হতে পারে। এমনকি রোহিত শর্মাও ভালো অধিনায়ক হতে পারে।'

ভারতের টেস্ট অধিনায়কত্বের দৌড়ে আছে আজিঙ্কা রাহানের নামও। যদিও রাহানে নেতৃত্ব পাবেন না, এমনটাই ধরে নিয়েছেন ওয়ার্ন। অজি কিংবদন্তির দৃঢ় বিশ্বাস, শেষ পর্যন্ত রোহিতের কাঁধেই টেস্ট দলের নেতৃত্ব তুলে দেবে ভারত।

'রোহিত সংক্ষিপ্ত সংস্করণে খুব ভালো করেছে, তাই দলের নেতৃত্বের ক্ষেত্রে ওই এগিয়ে থাকবে। (লোকেশ) রাহুলও করতে পারে। আমি (আজিঙ্কা) রাহানের নাম বলতে পারলে খুশি হতাম, কিন্তু সে ফর্ম হারিয়ে ফেলেছে। রাহানে যদি ফর্মে থাকত কিংবা আবার ফর্ম ফিরে পায়, সে অবশ্য অধিনায়কত্ব করতে পারে। সে খুবই ভালো অধিনায়ক। ভারতের সৌভাগ্য, তাদের এত বিকল্প আছে। কিন্তু আমার মনে হয় রোহিতই অধিনায়কত্ব পাবে।’