Connect with us

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ল্যাঙ্গার-ওয়ার্নার-মার্শ


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অজিদের ঘরের মাঠের  এই সিরিজের স্কোয়াডে নেই ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। তাছাড়া প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও এই সিরিজে বিশ্রামে থাকবেন।

শ্রীলঙ্কা সিরিজের পরপরই পাকিস্তান সফর করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। পাকিস্তান সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার ওয়ার্নার এবং মার্শ। একই কারণে এই সিরিজে নেই প্রধান কোচ ল্যাঙ্গারও।

তাদের অনুপস্থিতিতে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন স্কোয়াডে। লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রামণের সুযোগ পাচ্ছেন এসব ক্রিকেটাররা। এই সিরিজকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে অজি টিম ম্যানেজমেন্ট।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জজ বেইলি বলেন, 'এই বছরের শেষের দিকে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই স্কোয়াড দেয়া হয়েছে এবং এখানে একাধিক খেলোয়াড় আছে যাদের এমন ভালো প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে।'

ইনজুরি কাটিয়ে এই সিরিজে দলে ফিরেছেন জশ হ্যাজেলউড। তাছাড়া এই সিরিজে সুযোগ পেয়েছেন ময়েসিস হেনরিকস, ট্রাভিস হেড এবং ঝাই রিচার্ডসন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা বেন ম্যাকডারম্যাট আছেন এই স্কোয়াডে।ল্যাঙ্গারের অনুপস্থিতিতে এই সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড , ময়েসিস হেনরিক্স, জশ ইংলিশ, বেন ম্যাকডারম্যাট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

 

সর্বশেষ

২২ মে, রবিবার, ২০২২

ঢাকা টেস্টে কতজন পেসার খেলবেন, ধোয়াশা রাখলেন মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

দেড় কোটির হাঙ্গারগেকারকে কোনো ম্যাচ না খেলানোর ব্যাখ্যা দিলেন ধোনি

২২ মে, রবিবার, ২০২২

সিঙ্গাপুরের প্রধান কোচের দায়িত্বে সালমান বাট

২২ মে, রবিবার, ২০২২

মোসাদ্দেক খেললে ওর ভূমিকা ভিন্ন হবে: মুমিনুল

২২ মে, রবিবার, ২০২২

তবুও পান্তের পক্ষেই সাফাই গাইছেন পন্টিং

২২ মে, রবিবার, ২০২২

এখনই নিজের শেষ দেখছেন না রোহিত

২১ মে, শনিবার, ২০২২

কাউন্টিতে স্বপ্ন সত্যি হয়েছে হাসানের

২১ মে, শনিবার, ২০২২

বাংলাদেশ সফরে আসছেন আইসিসি চেয়ারম্যান

২১ মে, শনিবার, ২০২২

আমরা চাই মুস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলুক: জালাল ইউনুস

২১ মে, শনিবার, ২০২২

আর্চারের দীর্ঘ ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে শঙ্কা দেখছেন পিটারসেন

আর্কাইভ

বিজ্ঞাপন