বিপিএল

হারের জন্য ক্যাচ মিসকে দায়ী করলেন মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:03 সোমবার, 24 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৫ রানে হেরেছে খুলনা টাইগার্স। এই ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ ফেলেছেন খুলনার ফিল্ডারা। যা ভুগিয়েছে দলকে। তাই ম্যাচ শেষে হারের দায় ফিল্ডারদের কাঁধে দিলেন মুশফিকুর রহিম।

প্রথমে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস ইনিংসের প্রথম ওভারেই তোলেন ২২ রান। দ্বিতীয় ওভারে জ্যাকস আউট হলেও রানের চাকা সচল রাখেন লুইস ও আফিফ। দলীয় ৫২ রানে লুইস আউট হলে ক্রিজে আসেন সাব্বির রহমান।

দ্রুত রান তুলতে থাকা চট্টগ্রামকে আটকে রাখতে খুলনার জন্য সাব্বিরের উইকেট গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এমন সময় ফরহাদ রেজার এক ওভারে দুইবার ক্যাচ ছাড়েন থিসারা পেরেরা এবং রনি তালুকদার। এর ফলে একবার জীবন পেয়েছেন মেহেদী হাসান মিরাজও।

ম্যাচ শেষে মুশফিক বলেন, 'আপনি যদি দেখেন, উইকেট খুবই ভালো ছিল। আমি মনে করি, আপনি টস জিতেন বা হারেন, আপনাকে ভালো বোলিং করতে হবে। আপনি যদি এক ম্যাচে তিন-চারটা ক্যাচ ফেলে দেন তাহলে এটা আপনার জন্য সহজ হবে না।'

খুলনার বাজে ফিল্ডিংয়ের দিনে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন রাজশাহীর ব্যাটাররা। জীবন পাওয়া দুই ব্যাটার সাব্বির করেছেন ৩২ রান এবং মেহেদি মিরাজ করেছেন ৩০ রান। তাদের ইনিংসের ওপর ভর করে ২০ ওভার শেষে ১৯০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।

মুশফিক বলেন, 'আমি বোলারদের দোষ দিচ্ছি না। তবে বোলাররা লাইন, লেন্থ বজায় রেখে পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি এবং ফিল্ডাররাও ভালো করতে পারেনি।'