বিপিএল

সাকিব-গেইলরা সামর্থ্যের ৬০ ভাগও দেয়নি, বলছেন সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:03 সোমবার, 24 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটসম্যানের ব্যর্থতার দিনে বোলাররা দেখিয়েছিলেন ম্যাচ জয়ের আশা। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ-শুভাগত হোমের ৬০ রানের জুটি ও আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে শেষটা সুন্দর করতে পারেনি সাকিব আল হাসানের দল। মিনিস্টার ঢাকার বিপক্ষে ৪ উইকেটে হেরে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম হারের স্বাদ পেয়েছে বরিশাল।

প্রথমে ব্যাটিং করে ব্যাটসম্যানের আশা-যাওয়ার মিছিলে ১৩ ওভারেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে বসে বরিশাল। যে কারণে পরবর্তী ব্যাটসম্যানরা সেই চাপ থেকে বের হতে পারেননি। তাই তো দলটির কোচ খালেদ মাহমুদ সুজনের চাওয়া, টপ অর্ডারের ব্যাটে রান।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মনে করেন, উপরের সারির কোন ব্যাটসম্যান ৫০-৬০ রানের ইনিংস খেললে তা পরবর্তী ব্যাটসম্যানদের কাজ সহজ করে দেয়। তাছাড়া এখন পর্যন্ত দুই ম্যাচে সাকিব-গেইলরা সামর্থ্যের ৬০ ভাগও ব্যাটিং করতে পারেনি।

সুজন বলেন, 'আমি মনে করি আমাদের প্রয়োগের অভাব ছিল। বোলিং ভালো তো করবেই, তবে এতো ভালো বোলিং হয়নি। আমরা উইকেট দিয়ে এসেছি। আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিৎ ছিল টপ অর্ডারের। হয়নি আসলে। হতেই পারে। ওরাও ভালো দল। ওদের জন্য দুই ম্যাচ হারার পর জেতা খুব গুরুত্বপুর্ন হয়ে দাঁড়িয়েছিল। আমি মনে করি আমরা আরও ভালো খেলার ক্ষমতা রাখি।'

'আমরা এখনও ৬০ ভাগও ব্যাটিং করিনি। কালকে কুমিল্লার বিপক্ষে আশা করছি টপ অর্ডারের কেউ রান করবে। যেটা বললাম টম অর্ডারে কেউ রান না করলে কঠিন হয়ে যায়। আজকে যদি আমরা ০ উইকেটে ৬০ রান থাকতাম, আমাদের যে ব্যাটিং আছে জিয়া, গেইল, সোহান বা ব্রাভো। গেইলকে আজ মিডল অর্ডারে খেলিয়েছি আমরা। এদের মধ্যে কেউ ৫০-৬০ রান করত তাহলে সহজেই ১৫০-১৬০ হতো' আরও যোগ করেন তিনি।

পরবর্তীতে ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা ভুল শুধরে নেবে আশা করছেন সুজন। তিনি বলেন, 'কঠিন আবার কঠিন না। খেলোয়াড় হিসেবে আপনি জানেন কোথায় ভুল করছেন। টপ অর্ডারে এখনও বড় রান করেনি। আমি চাই একটা ছেলে বড় রান করুক। ৭০-৮০ করুক। ছেলেরা বুঝতে পেরেছে যে ওরা ভালো করেনি।'

'এরকমম দলের বাউন্স ব্যাক করার সুযোগ আছে, কারণ আছে। কালকে খেলা আছে, তাও রাতে। ব্যাটসম্যানদের কাছে এইটাই চাওয়া থাকবে ব্যাসিকটা ঠিক রেখে ব্যাটিং করা। যদিও ১২০ বলের খেলায় ৬০ বলে আপনার টপ ৫ চলে যায় তাহলে কঠিন হয়ে যায়' আরও যোগ করেন তিনি।