promotional_ad

বাড়তি শট না খেলে সফল শুভাগত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। এই জয়ে বড় অবদান শুভাগত হোমের। ম্যাচ শেষে এই অলরাউন্ডার জানালেন, ব্যাটিংয়ে বাড়তি কিছু চেষ্টা করেননি, বলের গুণাগুণ অনুযায়ী ব্যাটিং করেছেন।


মিরপুরে ১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পড়ে ঢাকা। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই চার টপ অর্ডার ব্যাটারকে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এমন পরিস্থিতিতে অধিনায়কের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন শুভাগত।


promotional_ad

ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, 'আমার আর রিয়াদের মধ্যে কথা হচ্ছিল, যতটা সম্ভব ইনিংসটা লম্বা করবো। বাড়তি কোনো শট খেলবো না। বলের গুণাগুণ অনুযায়ী ব্যাটিং করবো। এবং যতটা সম্ভব কাছাকাছি যাওয়া যায়। আমরা সেভাবেই ব্যাটিং করেছি।'


এদিন ঢাকার টপ অর্ডার ব্যাটাররা একেবারে ব্যর্থ ছিলেন। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের সময় উইকেটে গিয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন শুভাগত। এই অলরাউন্ডার বলের গুণাগুণ বুঝে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছেন।


ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৫ বলে ২৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শুভাগত। পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে শিকার করেছেন এক উইকেট।


তিনি বলেন, 'চাপ অনুভব করিনি। উইকেটে যাওয়ার পর রিয়াদ বলছিল, যেন কোনো তাড়া-হুড়া না করি, স্বাভাবিক খেলাটা যাতে খেলি। আর উইকেট ভালো ছিল, বল ঠিকমতো ব্যাটে আসছিল। স্বাভাবিক খেলাটাই খেলেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball