বিপিএল ২০২২

মাহমুদউল্লাহর ৪৭ ও রাসেল ঝড়ে ঢাকার প্রথম জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:05 সোমবার, 24 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্য মাত্র ১৩০। কিন্তু রান তাড়ায় নেমে ১০ রানে নেই ৪ উইকেট। প্রথম জয়ের খোঁজে থাকা মিনিস্টার ঢাকাকে খাঁদের কিনারা থেকে উদ্ধার করলেন শুভাগত হোম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের ৬৯ রানের জুটির পর আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসে ডুবে গেল ফরচুন বরিশালের দ্বিতীয় জয়ের স্বপ্ন। ৪ উইকেটের জয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেল ঢাকা।

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বরিশালের পেসার শফিকুল ইসলামের তোপের মুখে পড়ে ঢাকা। দ্বিতীয় বলে বাঁহাতি এই পেসারকে সামনে এগিয়ে মারতে গিয়ে বোল্ড হন তামিম ইকবাল। পরের ওভারে নাঈম শেখ ফেরেন আলজারি জোসেফের বলে। ৬ বলে ৪ রান করেন তিনি।

একই ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে জহুরুল ইসলামকে ০ রানে প্যাভিলিয়নের পথ দেখান এই জোসেফই। এরপর দলীয় ১০ রানে আবারও সেই শফিকুল স্টাম্প ভাঙেন তামিমের সঙ্গী মোহাম্মদ শাহজাদকে। ১০ রানে ৪ উইকেট হারানো ঢাকাকে সেখান থেকে উদ্ধারের কাজটা কাঁধে নেন মাহমুদউল্লাহ এবং শুভাগত।

এই দুজন দেখে শুনে খেলে দলকে ৫০'র ওপর নিয়ে যান। তবে দলীয় ৭৯ রানে ২৫ বলে ২৯ রান করে ডোয়াইন ব্রাভোকে উইকেট দিয়ে বসেন শুভাগত। এরপর রাসেলকে নিয়ে রানের চাকা সচল রাখেন ঢাকার অধিনায়ক। তাদের ব্যাটে দলীয় ১০০ পার হলে বরিশালের ওপর আক্রমণ শুরু করেন রাসেল।

অপরপ্রান্তে মাহমুদউল্লাহও দলের রান বাড়িয়ে নিতে থাকেন। তবে জয়ের ঠিক আগ মুহূর্তে দলীয় ১২৯ রানে ৪৭ রান করা ঢাকার অধিনায়ককে বিদায় করেন সাকিব। এরপর সিঙ্গেল নিয়ে দলটির প্রথম জয় নিসিত করেন রাসেল। বরিশালের হয়ে জোসেফ ও শফিকুল নেন ২টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় বরিশাল। ৫ রানে তাকে বিদায় করেন শুভাগত। দলীয় ২১ রানে সঙ্গী হারিয়ে স্কোরবোর্ডে আর ২ রান যোগ করেই আউট হন সৈকত আলীও। তিনি করেন ১৫ রান। এরপর রানের খাতা খোলার আগেই বিদায় নেন তৌহিদ হৃদয়।

২৩ রানে ৩ ব্যাটসম্যানকে হারানো ঢাকার হাল ধরেন সাকিব আল হাসান ও ক্রিস গেইল। তবে দলীয় ৬০ রানে রুবেল হোসেনকে স্কয়ার কাট করতে গিয়ে আউট হন বরিশালের অধিনায়ক। ১৯ বলে করেন ২৩ রান। নুরুল হাসানও মাত্র এক রান করেই আউট হন মাহমুদউল্লাহর বলে।

তবে বাকিদের আশা-যাওয়ার মিছিলে বরিশালকে আশা দেখাচ্ছিলেন গেইল। কিন্তু ইসুরু উদানার স্লোয়ার ডেলিভারিতে ৩০ গজের ভেতর ক্যাচ তুলে দেন এই ক্যারিবিয়ান। দলীয় ৯৪ রানে আউট হওয়ার আগে তিনি করেন ৩০ বলে ৩৬ রান।

গেইল ফিরলেও নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে রান বাড়াতে থাকেন ব্রাভো। তার ২৬ বলে ৩৩ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো পুঁজি পায় বরিশাল। ২টি করে উইকেট নেন উদানা এবং রাসেল। 

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ২০ ওভারে ১২৯/৮ (গেইল ৩৬, ব্রাভো ৩৩*, সাকিব ২৩; রাসেল ২/২৭)

মিনিস্টার ঢাকা: ১৭.৩ ওভারে ১৩০/৬ (মাহমুদউল্লাহ ৪৭, রাসেল ৩১*, হোম ২৯; শফিকুল ২/২০)