ভারত

হার্দিক, জাদেজাদের অনুপস্থিতিকেই দায়ী করলেন দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:03 সোমবার, 24 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। রাহুল দ্রাবিড়ের মতে, দলের এমন বাজে পারফরম্যান্সের বড় কারণ ভারসাম্যহীনতা। বিশেষ করে, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারের অনুপস্থিতিতে বেশ ভুগেছে ভারত।

সেঞ্চুরিয়ান টেস্টে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল ভারত। প্রোটিয়াদের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে বিরাট কোহলির দলের এমন পারফরম্যান্স প্রশংসা পাওয়ার মতো। কিন্তু পরের দুই টেস্ট হেরে সিরিজ খুইয়েছে ভারত। 

লাল বলের সিরিজে প্রতিদ্বন্দিতা করলেও সাদা বলে একেবারে মলিন ছিল লোকেশ রাহুলের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরেছে ভারত।

ভারতের প্রধান কোচ বলেন, 'হ্যাঁ, আমরা দলের চিত্র বুঝতে পারছি। অবশ্যই এর বড় একটা অংশ নির্ভর করছে স্কোয়াডের ভারসাম্যের ওপর।'

ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস পায়নি ভারত। বিশেষ করে জাদেজা এবং হার্দিকের মতো পরীক্ষিত অলরাউন্ডারদের অনুপস্থিতিতে দলের ভারসাম্য কমেছে।

রাহুল বলেন, 'সত্যি কথা বলতে ছয়, সাত এবং আট নম্বরে যারা আমাদের স্কোয়াডের ভারসাম্য বজায় রাখে এবং ব্যাটিং-বোলিং দুই জায়গায় বিকল্প তৈরি করে, তারা দলে অনুপস্থিত। আশা করি তারা দলে ফিরলে আমাদের গভীরতা বাড়বে এবং আমরা ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারব।'