ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড সিরিজ

আকিল-শেফার্ডের তান্ডবের পরও এক রানে হারল ক্যারিবিয়ানরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:25 সোমবার, 24 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বার্বাডোজে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র এক রানে হারিয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচ জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে ইংলিশরা। ম্যাচটি শুরু থেকেই এগিয়ে ছিল ইংলিশরাই। কিন্তু শেষ দিকে ঝলক দেখান ক্যারিবিয়ান দুই টেল এন্ডার রোমারিও শেফার্ড ও আকিল হোসেন।

শেষ ওভারে ম্যাচ জিততে ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ২৮ রানের। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ প্রথম বলটি ওয়াইড দেন, লিগেল ডেলিভারিতে দেননি কোনো রান। এরপর আকিল টানা দুটি চার হাঁকান তাকে।

তারপরের বলটি আবার ওয়াইড হয়। শেষ তিন বলে আকিল টানা তিনটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান। শেষ তিন বলে তিনটি বড় ছক্কা মেরেও ম্যাচ শেষে আকিল হতাশায় বসে পড়েন উইকেটে। তার ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ক্যামিওটিও জেতাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে।

১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯৮ রানের মধ্যে আট উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এরপর নবম উইকেটে জুটিতে ২৯ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আকিল ও রোমারিও শেফার্ড।

আকিলের মতই ৪৪ রানে অপরাজিত থাকেন শেফার্ড। ২৮ বলে খেলা তার এই ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি ছক্কার মার। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন মঈন আলী। দুটি উইকেট নেন আদিল রশিদ।

এর আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭১ রান তোলে ইংল্যান্ড। ওপেনার জেসন রয় করেন দলীয় সর্বোচ্চ ৪৫ রান (৩১ বলে)। এছাড়া মঈনের ব্যাটে ২৪ বলে ৩১, ক্রিস জর্দানের ব্যাটে ১৫ বলে ২৭ ও টম বেন্টনের ব্যাটে ১৮ বলে ২৫ রান আসে।