promotional_ad

রোমাঞ্চকর লড়াইয়ে হার, হোয়াইটওয়াশ এড়াতে পারল না ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কেপটাউনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে চার রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ভারত। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে শেষ পর্যন্ত আশা জাগিয়ে গেছে ভারত। কুইন্টন ডি ককের সেঞ্চুরির দিনে অবশ্য হোয়াইটওয়াশ এড়াতে পারেনি দলটি।


শেষ ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ১০ রান। হাতে তিন উইকেট। হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ধীরে ধীরে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছিলেন দীপক চাহার। কিন্তু তাকে ফিরিয়েই ম্যাচের ভাগ্য বদলে দেন লুঙ্গি এনগিদি।


promotional_ad

২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত থামে ২৮৩ রানে। আরও একবার তিনশ'র কাছাকাছি গিয়ে ম্যাচ হারে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অধিনায়ক লোকেশ রাহুলকে (৯) হারালেও বিপর্যয় সামলে এগিয়ে যায় ভারত।


শিখর ধাওয়ান ও বিরাট কোহলি দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। দলীয় ১১৬ রানে আন্ডিল ফেহলুকায়ো ধাওয়ানকে ফেরালে আবারও সাময়িক বিপর্যয়ে পড়ে ভারত। ধাওয়ান ৬১ রানে ফেরার পর চটজলদি ফিরে যান ঋষভঁ পান্তও (০)।


দলীয় ১৫৬ রানের মাঝে ফিরে যান বিরাট কোহলিও। ৮৪ বলে ৬৫ রান করে কেশভ মহারাজের বলে ফিরে যান তিনি। এরপর শ্রেয়াস আইয়ার ২৬, সূর্যকুমার যাদব ৩৯ ও চাহার ৩৪ বলে ৫৪ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না ভারতের জন্য। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন এনগিদি ও ফেহলুকায়ো।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭০ রানের মধ্যে তিন জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যায় তাদের।


এরপর ১৪৪ রানের জুটি গড়েন কক ও র‍্যাসি ভ্যান ডার ডাসেন। ব্যক্তিগত ১২৪ রানে ফিরে যান কক। ইনফর্ম ডাসেন করেন ৫২ রান। শেষদিকে ডেভিড মিলারের ব্যাটে আসে ৩৯ রান। ভারতের হয়ে প্রসিধ কৃষ্ণ তিনটি উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball