পাকিস্তান ক্রিকেট

যত বেশি সম্ভব টেস্ট খেলতে চান আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:09 রবিবার, 23 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের তিন ফরম্যাটের দলেরই পেস বোলিং আক্রমণের মূল ভরসা শাহীন শাহ আফ্রিদি। যদিও এই পেস তারকার সবচেয়ে পছন্দের ফরম্যাট টেস্ট। অনেকবারই বলেছেন টেস্ট ফরম্যাটে নিজের ছাপ রেখে যেতে চান তিনি।

যদিও এর পেছনের কারণ জানাননি তিনি। যদিও ক্রিকেট পাকিস্তানের সঙ্গে এক সাক্ষাৎকারে শাহীন জানিয়েছেন, তার ভাই রিয়াজ আফ্রিদিকে দেখেই টেস্টের প্রতি অনুরাগ তৈরি হয় তার।

যদিও রিয়াজের ক্যারিয়ার থেমে গিয়েছিল মাত্র একটি টেস্ট খেলেই। ভাইয়ের সেই অপূর্ণতাই ঘুচাতে শাহীন যত বেশি সম্ভব টেস্ট খেলে যেতে চান।

এ প্রসঙ্গে শাহীন বলেন, 'আমার ভাই টেস্ট পছন্দ করে কিন্তু সে মাত্র একটি টেস্ট খেলেছে এবং এরপর আর খেলারই সুযোগ পায়নি। তাই আমি যত বেশি সম্ভব টেস্ট খেলতে চাই। আমি সেই ফরম্যাটেই খেলি না কেন উপভোগ করার চেষ্টা করি এবং পাকিস্তানের হয়ে পারফর্ম করতে চাই।'

ভাইয়ের হাত ধরেই প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহীন। তাকে দেখেই একজন পেসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। ক্যারিয়ার শুরুর পর রিয়াজ কোচের মতোই তাকে দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি ম্যাচের পর এখনও তাকে ভুলত্রুটি ধরিয়ে দেন তিনি।

এ প্রসঙ্গে শাহীন বলেন, 'ভাই আমাকে মাঠে এবং অ্যাকাডেমীতে নিয়ে যেতেন। আমি তাকে দেখতাম এবং তাকে দেখেই বোলিংয়ের প্রতি আগ্রহ জন্মে। সে কোচের মতোই শুরু থেকে আমার সঙ্গে ছিল। সে আমাকে দিক নির্দেশনা দিয়েছে অনেক। আমি সবসময় তার সঙ্গে কথা বলি এবং ম্যাচের শেষে সে আমার ভুলগুলো ধরিয়ে দেয়।'