আইসিসি

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার মালান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:01 রবিবার, 23 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বছরজুড়ে দুর্দান্ত পারফরমেন্সে ২০২১ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার নির্বাচিত জানেমান মালান। এদিকে নারীদের ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের ফাতিমা সানা। 

২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালানের। তবে সেভাবে আলো ছড়াতে পারেননি ডানহাতি এই ব্যাটার। পুরো বছরে দুই ম্যাচ খেলে করেছিলেন মোটে ৩৫ রান। তাতে জাতীয় দল থেকে জায়গা হারাতে হয়েছিল তাকে। 

২০২১ সালে অবশ্য দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। পুরো বছরে ৯ টি-টোয়েন্টি খেলা এই প্রোটিয়া ব্যাটার করেছেন ২০৬ রান। এদিকে ২০২০ সালে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হওয়া মালান ২০২১ সালে খেলেছেন ৮ ম্যাচ। 

সমান দুটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে করেছেন ৫০৯ রান। সেবছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন। ডাবলিনে ১৬টি চার এবং ছয়টি ছক্কা মারার দিনে কুইন্টন ডি ককের সঙ্গে ২৫৫ রানের জুটি গড়েছিলেন। 

২০২১ সালে সব মিলে ১৭ ম্যাচে ৭১৫ রান করেছেন মালান। দুই সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ১০১.৮৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটারের গড় ৪৭.৬৬। এদিকে নারী ক্রিকেটে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা ফাতিমা ১৬ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট।