বিপিএল

একশ রানের উইকেট হবে, মানতে নারাজ সালাহউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:34 রবিবার, 23 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর ভাগের উইকেট কিছুটা কঠিন, তবে ব্যাটাররা সেটাকে আরও কঠিনভাবে দেখছে বলে মনে করেন মোহাম্মদ সালাহউদ্দিন। গত শনিবার (২২ জানুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র ৯৭ রানের লক্ষ্যে তাড়া করতে গিয়ে আট উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশ কুমিল্লার কোচ সালাহউদ্দিন।

দলের ব্যাটারদের দ্রুতই উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার উপদেশ দিলেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই কোচ। ব্যাটারদের জন্য এই উইকেট কঠিন, সেটা অবশ্য স্বীকার করেছেন তিনি। কিন্তু একশ রান করতে ভুগবে ব্যাটাররা, এটা মানতে পারছেন না সালাহউদ্দিন।

গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি মনে করি ব্যাটাররা ভালো খেলেনি। উইকেট যতই খারাপ থাকুক, আমাদের আরও ভালোভাবে রান অতিক্রম করা দরকার ছিল। প্রথম ম্যাচ, এটা গ্রহণ করা যায়। সামনে যেন এটা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব।'

'উইকেট একটু কঠিন ছিল। কিন্তু তাই বলে যে একশ রানের উইকেট হবে এটা আমি বিশ্বাস করি না। এরকম যে তারা খেলবে এটা আমার কাছে গ্রহনযোগ্য না। যেহেতু এটা প্রথম ম্যাচ, সবাই একটু নার্ভাস ছিল। কম্বিনেশনের কারণে হতে পারে। যত ম্যাচ যাবে, ক্রিকেটাররা এটার সঙ্গে মানিয়ে নেবে।'

বিপিএলের প্রথম দুই দিন দুপুরের খেলায় কম রান হয়েছে। প্রথম দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১২৫ রান তাড়া করে জিতেছে ফরচুন বরিশাল। আর দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মাত্র ৯৭ রান করতে খাবি খেয়েছে বরিশালের ব্যাটাররা।

সেই তুলনায় রাতের ম্যাচগুলোতে অনেক রান হয়েছে। প্রথম দিনের রাতের খেলায় মিনিস্টার ঢাকার ছুঁড়ে দেয়া ১৮৪ রানের লক্ষ্য অতিক্রম করেছ খুলনা টাইগার্স। আর দ্বিতীয় দিনের রাতের খেলায় মিনিস্টার ঢাকার বিপক্ষে ১৬১ রান করে ৩০ রানে ম্যাচ জিতেছে চট্টগ্রাম।

রাতের ম্যাচগুলোতে রান বেশি হওয়ার ব্যাখ্যায় সালাহউদ্দিন বলেন, 'রাতের বেলা যখন ডিউ পড়ে তখন, এ কারণে আসলে রান বেশি হচ্ছে। আবহাওয়ার কারণে উইকেটটি একটু ভিন্ন আচরণ করে। সব মিলিয়ে রাতের বেলা ব্যাটিং করা একটু সহজ হয়।'