পিএসএল

পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 রবিবার, 23 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগের আসরগুলোতে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। এবারও পিএসএলে থাকছে প্রযুক্তির ছড়াছড়ি।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজকরা জনিয়েছে, এবার পিএসএল সম্প্রচারের জন্য মাঠে থাকবে ৩০টি হাই-ডেফিনেশন ক্যামেরা। 

সেই সঙ্গে থাকবে বাগি ক্যাম ও ড্রোন ক্যামেরা। মূলত টিভির দর্শকদের আরও স্বাচ্ছন্দ্য দিতে এইসব প্রযুক্তি যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের পিএসএলে স্পাইডার ক্যামের মাধ্যমে ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যকার কথোপকথন দেখানো হবে খুব কাছ থেকে। যদিও এই প্রযুক্তি এর আগেও ব্যবহার হয়েছে পিএসএলে।

আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াচ্ছে পিএসএলের সপ্তম আসর। করোনা পরিস্থিতির মধ্যে পিএসএলের এবারের আসর ২৫ শতাংশ দর্শকের উপস্থিতিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।

পিএসএলের নিয়ম অনুসারে এবারের আসরে ১৭ ধাপে করোনা পরীক্ষা করা হবে। তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে কমপক্ষে দুটি নেগেটিভ সনদ নেওয়ার পর বায়ো বাবলে ঢুকতে পারবেন ক্রিকেটার ও সংশ্লিষ্টরা।