কমনওয়েলথ গেমস বাছাইপর্ব

হ্যাটট্রিক জয়ে চূড়ান্ত লড়াইয়ের সামনে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:13 রবিবার, 23 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কমনওয়েলথ গেমসে নারীদের ক্রিকেট বাছাইয়ে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আসরে এটি টানা তৃতীয় জয় বাংলাদেশের নারী ক্রিকেটারদের। পাঁচ দলের এই বাছাইপর্বে একটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে। পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিগার সুলতানাদের মতোই টানা তিনটি জয় পাওয়া শ্রীলঙ্কা।

কুয়ালালামপুরে রোববার অসাধারণ বোলিং পারফরম্যান্সে স্কটিশ নারীদের মাত্র ৭৭ রানে গুঁটিয়ে দেয় বাংলাদেশ। স্কটিশদের হয়ে সারাহ ব্রাইস দলীয় সর্বোচ্চ ২৯ রান করেন। এ ছাড়া ক্যাটি ম্যাকগিলের ব্যাটে আসে ২২ রান।

বাংলাদেশের হয়ে ২০ রান খরচায় তিন উইকেট নেন নাহিদা আক্তার। সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুন ও সুরাইয়া আজমিন নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন রিতু মনি।

অল্প রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই হারায় শামিমা সুলতানাকে। অধিনায়ক ক্যাথরিন ব্রাইসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। যদিও এরপর আর কোনো বিপত্তি হতে দেননি মুর্শিদা খাতুন ও ফারজানা হক।

ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকানো মুর্শিদা অপরাজিত থাকেন ৫৫ বলে ৫০ রান করে। ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার। অপরদিকে অভিজ্ঞ ফারজানার ব্যাটে আসে ৩৬ বলে অপরাজিত ২০ রান।

ম্যাচটি ২৮ বল বাকি থাকতে জিতে নেয় বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হন ম্যাচের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান মুর্শিদা। আগামী সোমবার (২৪ জানুয়ারি) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই দলের লড়াইয়ে বিজয়ী দল আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলবে।

সংক্ষিপ্ত স্কোর-

স্কটল্যান্ড- ৭৭/১০ (১৭.৩ ওভার) ( সারাহ ব্রাইস ২৯, ম্যাকগিল ২২; নাহিদা ৩/২০, সালমা ২/৯, মেঘলা ২/১১)

বাংলাদেশ- ৭৮/১ (১৫.২ ওভার) (মুর্শিদা ৫০*, ফারজানা ২০*; ক্যাথরিন ব্রাইস ১/১২)