বাংলাদেশ ক্রিকেট

সাকিব সব ফরম্যাটে নিয়মিত খেলবে: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:14 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বিভিন্ন সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে বাংলাদেশ দলের সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন না তিনি।

সাকিবকে নতুন বছর সব সিরিজে পাওয়া যাবে কিনা তা নিয়েও ছিল শঙ্কা। যদিও সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন চলতি বছরের শুরু থেকেই সব ম্যাচে খেলবেন সাকিব।

পাপন বলেন, 'ওর সাথে আমার শেষ যে কথা হয় সেটার পর বলেছে হয়তো আপনাদের সঙ্গে। আমার সঙ্গে যা কথা হয়েছে সব ফরম্যাটেই সে খেলবে। আমিও যেটা জানতে চেয়েছিলাম, ও জানুয়ারি থেকে সব ফরম্যাটে খেলবে।'

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় সব ফরম্যাটেই নিয়মিত খেলার আশ্বাস দিয়েছেন সাকিব। এর ফলে টেস্টেও সাকিবকে না পাওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, 'কোনো খেলা মিস করবে না। এর মধ্যে টেস্ট তো নিশ্চই হবে।'

অন্য ফরম্যাটে নিয়মিত হলেও টেস্টে সাকিবকে পাওয়া যাচ্ছে না অনেক সময়। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৮২টি টেস্ট খেলেছেন। অভিষেকের পর থেকে ২৩ টি ম্যাচ নানা কারণে মিস করেছেন তিনি।