বিপিএল

যারা আক্রমণাত্মক খেলে, তাদের বোলিং করতে ভালো লাগে: নাসুম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:04 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন নাসুম আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক তিনি। ম্যাচ শেষে নাসুম জানিয়েছেন, আক্রমণাত্মক ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে বেশি পছন্দ করেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ ঢাকার। তামিম ইকবাল - মোহাম্মদ শাহজাদের মতো অভিজ্ঞ ওপেনারদের বিপক্ষে পাওয়ার প্লেতে বোলিং করে দুই ওভারে মাত্র তিন রান দেন নাসুম।

এরপর ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে বোলিংয়ে এসে শিকার করেছেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। যেখানে আন্দ্রে রাসেল আর মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে দলকে জয়ের কক্ষপথে রাখেন নাসুম। 

ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি টি-টোয়েন্টিতে বোলিং করতে উপভোগ করি। বিশেষ কয়রে পাওয়ার প্লেতে। যারা বেশি আক্রমণাত্মক খেলে, তাদের বোলিং করতে আমার বেশি ভালো লাগে। কারণ আমি তাদের পড়তে পারি। এটা আমার ভালো লাগে।'

আজকের ম্যাচের দুই স্পেলেই দুর্দান্ত ছিলেন নাসুম। প্রথম স্পেলে দুই ওভারে ৩ রান দিয়েছিলেন। আর নিজের কোটার শেষ দুই ওভারে দিয়েছেন ৭ রান। শেষ পর্যন্ত চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তিনি ওভার প্রতি রান দিয়েছেন ২.২৫ করেয়রে

নিজের বোলিং প্রসঙ্গে নাসুম বলেন, 'আলহামদুলিল্লাহ, বোলিং আমি খুব উপভোগ করেছি। কারণ আমি রান কম দিয়েছি, এটা আমার ভালো লেগেছে।'