ভারত

ভুবনেশ্বরের পরিবর্তে চাহারকে দলে চান গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:34 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েক বছর ধরে বল হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন ভুবনেশ্বর কুমার। সাদা বলের ক্রিকেটে এখনও টিম ম্যানেজমেন্টের আস্থা এই ডানহাতি পেসার। সুনিল গাভাস্কারের মতে, তার পরিবর্তে দীপক চাহারকে দলে রাখতে পারে ভারত। 

ভুবনেশ্বরের অন্যতম সেরা অস্ত্র হচ্ছে সুইং আর নিখুঁত লাইন লেন্থ আর ইনিংসের শেষ দিকে তার ইয়র্কারও বেশ কার্যকরী। ইনিংসের শুরুতে নতুন বলে যেকোনো উইকেটে সুইং আদায় করার সামর্থ রাখেন এই অভিজ্ঞ পেসার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার এসব অস্ত্র কিছুটা হলেও ধার হারাচ্ছে।

গাভাস্কার বলেন, ‘ভুবনেশ্বর ভারতীয় ক্রিকেটে একজন অসাধারণ বোলার। কিন্তু গত এক বা দুই বছরে সে ব্যয়বহুল বলে প্রমাণিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এটি ঘটেছে। সে শুধু ইনিংসের শুরুতেই না, ইনিংসের শেষেও দুর্দান্ত বোলিং করতো। তার ইয়র্কার এবং স্লো ডেলিভারি আছে, কিন্তু এগুলো এখন কাজ করছে না।’

সর্বশেষ ১০ ম্যাচে ভুবনেশ্বর শিকার করেছেন ছয় উইকেট। এর মধ্যে ছয় ম্যাচে উইকেট শূন্য ছিলেন এই পেসার। চলমান  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৬৪ ও ৬৭ রান দিয়েছেন ভুবনেশ্বর কুমার।

বয়স ফিটনেস আর ভবিষ্যত পরিকল্পনায় ভুবনেশ্বরের চেয়ে চাহারকে এগিয়ে রাখছেন গাভস্কার। আগামী বছরে ভারতের মাটিতে হবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই বিশ্বকাপের পরিকল্পনায় চাহারকে দলে রাখা উচিত বলে মনে করেন তিনি।

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার মনে হয় চাহারের সময় এসেছে। সে তরুণ এবং প্রায় একই ধরনের বোলার। সে ভালো ব্যাটিংও করে।’