বাংলাদেশ ক্রিকেট

তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে চায় না: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:33 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচেই দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম আর খেলতে চান না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সঙ্গে ফোন আলাপে এই ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, 'ওর সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের বেস্ট ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।'

তামিম সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

ইনজুরি কাটিয়ে কদিন আগেই ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন তামিম। সেই দুই ম্যাচে ৯ ও ৩৫ রান করলেও বিপিএলে নিজের পুরোনো রূপ ফিরে পেয়েছেন তিনি।

খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৫০ রানের পর। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন ৫২ রানের ইনিংস। যদিও দুই ম্যাচেই তার দল হেরেছে। ফর্মের তুঙ্গে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছেন তামিম। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

তামিমের টি-টোয়েন্টি খেলতে না চাওয়া প্রসঙ্গে পাপন বলেন, 'টেলিফোনে কথা হয়েছিল ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় থাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।'