মুস্তাফিজকে পর্যন্ত বলেছিলাম এই ম্যাচ হারতে পারি না: ইমরুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:33 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদের পারফরম্যান্স বোলারদের ঠিক উল্টো। মুস্তাফিজুর রহমান-নাহিদুল ইসলামরা সিলেট সানরাইজার্সকে মাত্র ৯৬ রানে আটকে দিলেও সেই লক্ষ্য তাড়া করতে ৮ উইকেট হারাতে হয়েছে কুমিল্লাকে। ফাফ ডু প্লেসি, মুমিনুল হক কিংবা ইমরুল কায়েস, কেউই ইনিংস বড় করতে পারেনি।

যে কারণে ৮৮ রানে ৮ উইকেট হারায় কুমিল্লা। তবে শেষ দিকে তানভির ইসলাম এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে তারা। শেষ দিকে হারের শঙ্কা জাগলেও ম্যাচ জিততে আত্মবিশ্বাসী ছিলেন ইমরুল। ম্যাচ শেষে কুমিল্লার অধিনায়ক জানিয়েছেন, সবাইকে আগে থেকেই বলে রেখেছিলেন যে এই ম্যাচ তারা হারতে পারে না।  

ম্যাচ শেষে এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘আমি সবাইকে এমনকি মুস্তাফিজকে পর্যন্ত বলেছিলাম যে এই ম্যাচ তো হারা যায় না। কারণ একটা বলের খেলা। তখন ছয় না আট বল বাকি ছিল। সবথেকে প্লাস পয়েন্ট যেটা ছিল যে আমাদের বল অনেক হাতে ছিল।’

‘যার জন্য আমাদের মনে হচ্ছিল না যে আমরা ম্যাচটা হারবো। একটা মেইন ব্যাটসম্যান অঙ্কন রান করায় আমাদের কাজটা আরও সহজ হয়ে গেছে। তানভীর তার কাজটা ভালোভাবে করেছে। যে অবস্থায় যেভাবে ব্যাটিং করা প্রয়োজন সেভাবেই ব্যাটিং করেছে।’

টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল আয়োজনের দায়িত্বে থাকা সবাই স্পোর্টিং উইকেটের আশ্বাস দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত হওয়া তিন ম্যাচের একটিতে কেবল দেড়শ রান পেরিয়েছে। বাকি দুই ম্যাচের একটিতে একশ পেরোয়নি। যেখানে সিলেটের বিপক্ষে সেই রান তাড়া করতে নেমে ধুঁকতে হয়েছে কুমিল্লার ব্যাটারদের। 

বিপিএলের শুরুর সঙ্গে প্রত্যাশার মিল পাচ্ছে না ক্রিকেটাররা। সিলেটের সঙ্গে জয়ের পর ইমরুল দাবি করেছেন যে, উইকেট টি-টোয়েন্টি ঘরোনার ছিল না। উইকেট ভেজা থাকার সঙ্গে টার্নও করেছে ব্যাপক। যে কারণে ব্যাটাররা তাদের স্বভাবজাত খেলা খেলতে পারেনি। তাতে বড় রানের ম্যাচের দেখাও মেলেনি।

ইমরুল বলেন, ‘আসলে উইকেটটা টি-টোয়েন্টির মতো আমাদের মনে হয়নি। ব্যাটিং করা বেশ কঠিন ছিল ব্যাটারদের জন্য। উইকেট ভেজা ছিল, টার্ন ছিল। যে কারণে ব্যাটাররা সহজে খেলতে পারেনি এটাও সত্য। দুইটা দলই একইভাবে খেলেছে।’

‘ব্যক্তিগতভাবে আমার কাছে কঠিনই মনে হয়েছে। সবার কাছেই আসলে কঠিন মনে হয়েছে। টি-টোয়েন্টিতে একটু কঠিন এমন উইকেট থাকলে রান বের করা। সবমিলিয়ে এ কারণেই আমার কাছে মনে হয়েছে রানটা হয়নি।’