আইপিএল

আইপিএল শুরু ২৭ মার্চ, থাকছে না দর্শক!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:18 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠতে পারে আগামী ২৭ মার্চ। এই টুর্নামেন্ট শেষ হবে মে মাসের শেষের দিকে। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ। সবকিছু ঠিক থাকলে ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের নিলাম।

আইপিএলের এবারের আসরে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। এই বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র। মূলত করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের বৈশ্বিক সংক্রমণের কারণে দর্শক ছাড়াই আয়োজন হবে আইপিএল।

আইপিএলের দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে জয় বলেছেন, 'কয়েকজন মালিক ২৭ মার্চ আইপিএল শুরুর পক্ষে মত দিয়েছেন কিন্তু ভারত শ্রীলঙ্কার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ১৮ মার্চ লক্ষ্মৌতে। মাঝে ১৪ দিনের একটি বিরতি রাখতে হবে। এজন্য ২ এপ্রিল বিকল্প হিসেবে রাখা হয়েছে।'

ভারতের মাটিতে আইপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে বিসিসিআইয়ের এই কর্মকর্তা বলেন, 'আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আইপিএলের ১৫তম আসর শুরু হবে মার্চের শেষ সপ্তাহে এবং মে মাসের শেষ পর্যন্ত চলবে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি মালিকরা আইপিএল ভারতেই আয়োজনের পক্ষে মত দিয়েছে।'

এবারের আইপিএলের জন্য বাংলাদেশ থেকে ৯ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। সব মিলিয়ে গোটা বিশ্ব থেকে ১ হাজার ২১৪ জন ক্রিকেটার আছেন নিলামের প্রাথমিক তালিকায়। দলগুলোর কাছ থেকে আগ্রহপত্র পাওয়ার পর নিলামের আগেই এই তালিকা সংক্ষিপ্ত করা হবে।

আইপিএলে খেলতে এবার ১৮টি দেশের ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। এর মধ্যে ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, নেপাল, যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার।

৫৯জন অজি ক্রিকেটার আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন, দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ জন ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার আইপিএলের নিলামে নাম দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।