আইপিএল

অশ্বিনকে সরিয়ে কুলদিপকে ফেরাও, ভারতকে মাঞ্জরেকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:47 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ভারত ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় লোকেশ রাহুলের দলকে সমালোচনার মাঝে যেতে হচ্ছে। এবার সমালোচিত হলেন ভারতের স্পিন-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সঞ্জয় মাঞ্জেরেকারের মতে, কোনো পরিকল্পনা ছাড়াই দলে ভেড়ানো হয়েছে অশ্বিনকে। দলে অশ্বিনের বদলে কুলদিপ যাদবকে চেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে প্রায় চার বছর পর ভারতের জাতীয় দলে ফিরেছিলেন অশ্বিন। এরপর ওয়ানডেতেও ফেরানো হয় গত কয়েকবছর শুধুমাত্র টেস্ট খেলা এই স্পিনারকে।

মাঝে অনেক ধরনের কৌশল রপ্ত করেছেন অশ্বিন। হরেক রকমের অ্যাকশনে বোলিং করে আইপিএল মাতাতে দেখা গেছে তাকে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর অশ্বিনই পড়েছেন সবচেয়ে বেশি সমালোচনার মাঝে।

মাঞ্জরেকার বলেন, 'আমি সিরিজের শুরু থেকেই বলে আসছি, অশ্বিনকে এই ওয়ানডে সিরিজে কোনো কারণ ছাড়াই রাখা হয়েছে। সে দলে ফেরার জন্য অনেক কিছু করেছে, তা কিন্তু নয়। হুট করেই সে ভারতের পরিকল্পনার অংশ হয়ে গেছে। আশা করব, ভারত এখন বুঝতে পারবে যে সে অবদান রাখার মতো কোনো স্পিনার নয়।'

এদিকে গত বছর জুলাইয়ের পর থেকে ভারতের ওয়ানডে দলে নেই কুলদিপ। অশ্বিনকে বাদ দিয়ে কুলদিপকে ভারতের একাদশে চান মাঞ্জরেকার।

'আপনি যদি লম্বা সময়ের কথা চিন্তা করেন তাহলে ওয়ানডেতে ভারতের স্পিন আক্রমণ আদর্শ কিছু নয়। ভারতের উচিত কুলদিপ যাদবকে পুনরায় দলে ভেড়ানো। কুলদিপ উভয় পাশে ভালো বোলিং করতে পারে। তাকেই ফেরানো উচিত।'