‘ম্যাচ ফিক্সিং শাস্তিযোগ্য অপরাধ নয়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:46 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ম্যাচ কিংবা স্পট ফিক্সিং করার অপরাধে অনেক তারকা ক্রিকেটার নিষেধাজ্ঞা পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা। তবে কর্ণাটক হাই কোর্ট জানিয়েছে, ম্যাচ ফিক্সিং কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায়শই ম্যাচ ফিক্সিংয়ের কথা শোনা যায়। জুয়াড়ির প্রস্তাব গোপন করে কিংবা ম্যাচের ফলাফল বদলাতে জুয়াড়িদের সাহায্য করে শাস্তি পাওয়া ক্রিকেটারদের সংখ্যা নেহাত কম নয়। ভারতের কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) প্রায়শই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পাওয়া যায়। 

২০১৯ সালে কেপিএলে খেলা দুই ক্রিকেটার সিএম গৌতম এবং আবরার কাজীর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলা হয়েছিল। পাশাপাশি জুয়াড়ি অমিত মাভি এবং বেলাগাভি প্যানথার্সের মালিক আলী আসফাক আলিয়াস আসফাক হানিফ থারার বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়েছিল। 

এমন ঘটনার পর গৌতম এবং আবরারের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি শ্রীনিবাস হারিস কুমার জানিয়েছেন, ইন্ডিয়ান প্যানাল কোডের (আইপিসি) ৪২০ ধারা অনুযায়ী, এটি শাস্তিযোগ্য অপরাধ নয়। অবশ্য শাস্তির বিষয়টি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কোর্টে ঠেলে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিচারপতি শ্রীনিবাস বলেন, ‘এটা সত্যি যে একজন খেলোয়াড় যদি ম্যাচ ফিক্সিংয়ে লিপ্ত হয়, তা হলে একটা সাধারণ অনুভূতি হবে যে সে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে প্রতারণা করছে। ম্যাচ ফিক্সিং একজন ক্রিকেটারের অসততা, অনুশাসন এবং মানসিক দুর্নীতি ইঙ্গিত করে। এই হিসেবে বিসিসিআই ব্যবস্থা নিতে পারে।’

‘বিসিসিআই যে আইন-কানুন দিয়েছিল তাতে একজন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিপক্ষে ব্যবস্থা নেয়ার কথা বলা আছে। কিন্তু ভারতীয় সরকারের যে ৪২০ ধারায় নিয়ম-কানুন রয়েছে সেখানে এটি অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ। যদি পুরো চার্জশিটও হয়ে থাকে সেক্ষেত্রে এই নিয়ম নাও মানা হতে পারে।’