দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

ভারত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই হেরেছে: তাহির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:09 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। তুলনামূলক কম অভিজ্ঞতাসম্পন্ন প্রোটিয়া দলকে হালকাভাবে নেয়ায় এমন ফলাফল করেছে ভারতীয়রা, এমনটাই বিশ্বাস ইমরান তাহিরের।

ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইনদের পরবর্তী প্রজন্মের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩১ রানে হারে লোকেশ রাহুলের ভারত। দ্বিতীয় ম্যাচে লড়াই করেছিল ভারত। টস জিতে আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২৮৭ রানও তোলে তারা।

যদিও দুই প্রোটিয়া ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ম্যাচ হারে তারা। বর্তমানে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট লিগে খেলছেন তাহির। সেখান থেকেই প্রোটিয়াদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক এই স্পিনার।

একইসাথে ভারতকে কটাক্ষ করে বলেছেন, 'আমি কোনো দলকে বিচার করব না। তবে দল হিসেবে ভারত দারুণ। দক্ষিণ আফ্রিকার এই দলটি মাত্র বেড়ে উঠছে এবং ভারত তাদের বুঝতে ভুল করেছে। তারা (ভারত) দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারাতে পারবে ভেবে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। ভারতের হারের পেছনে এটাই প্রধান কারণ।'

'শেষ ৪-৫ বছরে টেস্ট ও ওয়ানডেতে ভারত বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে। তবে দক্ষিণ আফ্রিকার এই দলটি খুবই ভালো খেলেছে, তারা ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েছে এবং সিরিজ জিতে নিয়েছে।'

২৩ জানুয়ারি কেপটাউনে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। রাহুলের দল সিরিজ হেরে যাওয়ায় ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার।