পিএসএল

শুরুর আগেই পিএসএলে করোনা হানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:46 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনার প্রথম পরীক্ষায় আক্রান্ত হয়েছেন তিনজন ক্রিকেটার ও পাঁচজন সাপোর্ট স্টাফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টের ডিরেক্টর সালমান নাসের। আপাতত তাদেরকে তিনদিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরবর্তীতে দুইবার কোভিড নেগেটিভ আসলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৪ জানুয়ারি থেকে হোটেল স্টাফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের করোনা পরীক্ষা শুরু হয়। যেখানে পিসিবির ১০ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে হোটেলে উঠতে শুরু করেছে ছয় ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ও কোচিং স্টাফরা।  পিএসএলের নিয়ম অনুযায়ী, এবারের আসরে ১৭ ধাপে করোনা পরীক্ষা করা হবে। 

টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে সবাইকে দুইবার করোনা নেগেটিভ হতে হবে। 

এদিকে প্রতি দুইদিন অন্তর সবাইকে করোনা পরীক্ষা করানো হবে। করোনা নেগেটিভ হওয়া ক্রিকেটাররা আগামী ২৪ জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবে।