দক্ষিণ আফ্রিকা- ভারত সিরিজ

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল ভারত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:17 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পার্লে তিনশ'র কাছকাছি রান করেও ম্যাচ হারল ভারত। দুই ওপেনার জানেমান মালান ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৭ রান করে ভারত। উইকেটরক্ষক ব্যাটার ঋষভঁ পান্তের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৭১ বলে ৮৫ রান। অধিনায়ক লোকেশ রাহুল করেন ৫৫ রান।

আরেক ওপেনার শিখর ধাওয়ানের ব্যাটে আসে ২৯ রান। তিনে নামা বিরাট কোহলি পাঁচ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ২০৭ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় ভারত।

এরপর অলরাউন্ডার ভেঙ্কটেস আইয়ার ফেরেন ২২ রান করে। শার্দুল ঠাকুর ও রবিচন্দ্রন অশ্বিনের যথাক্রমে ৪০ ও ২৫ রানের দুটি অপরাজিত ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে তাবরাইজ শামসি দুটি উইকেট লাভ করেন। সিসান্দা মাগালা, এইডেন মার্করাম, কেশভ মহারাজ ও আন্দিল ফেহলুকায়ো একটি করে উইকেট নেন।

সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩২ রান তোলেন প্রোটিয়া ওপেনাররা। ৭৮ রানে ডি কককে ফিরিয়ে এই জুটি ভাঙেন শার্দুল। সেঞ্চুরির আশা জাগিয়েও ব্যক্তিগত ৯১ রানে জসপ্রিত বুমরাহর বলে ফিরে যেতে হয় মালানকে

২১২ রানে মালানের উইকেট হারানোর পর দলীয় ২১৪ রানের মধ্যে অধিনায়ক টেম্বা বাভুমার উইকেটও হারায় প্রোটিয়ারা। ৩৫ রান করে যুবেন্দ্র চাহালের বলে তাকেই ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন বাভুমা।

এরপর প্রোটিয়াদের জয়ের বন্দরে পৌঁছে দেন দুই ইনফর্ম মিডল অর্ডার ব্যাটার মার্করাম ও র‍্যাসি ভ্যান ডার ডাসেন। দুজনের ব্যাটেই আসে অপরাজিত ৩৭ রান করে। ১১ বল হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা।