আইপিএল

রেকর্ড পারিশ্রমিকে লক্ষ্ণৌতে রাহুল, আহমেদাবাদের অধিনায়ক হার্দিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:29 শনিবার, 22 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড পারিশ্রমিকে লোকেশ রাহুলকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারতের এই অলরাউন্ডারকে অধিনায়কত্বও দিয়েছে আহমেদাবাদ।

১৭ কোটি ভারতীয় রুপিতে রাহুলকে দলে টেনেছে লক্ষ্ণৌ, যা আইপিএল ইতিহাসের যৌথ সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০১৮ সালে বিরাট কোহলিকে ১৭ কোটি রুপি দিয়ে দলে রিটেইন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে অংশ নেয়ার আগে কয়েকজন ক্রিকেটারকে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিল এবারের আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ ও আহমেদাবাদ।

সেই সুযোগে রাহুলের পাশাপাশি মার্কাস স্টইনিস ও রবি বিষ্ণয়ীকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টইনিসকে ৯ কোটি ২০ লাখ রুপি ও লেগ-স্পিনার বিষ্ণয়ীকে ৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ।

এদিকে হার্দিকের পাশাপাশি আহমেদাবাদ দলে টেনেছে আফগান লেগস্পিনার রশিদ খান ও ভারতের ওপেনার শুভমান গিলকে। হার্দিক ও রশিদ- দুজনকেই ১৫ কোটি রুপিতে দলে রেখেছে আহমেদাবাদ। শুভমান গিলকে দলে ভিড়িয়েছে আট কোটি রুপিতে।

এবারের আইপিএলের মেগা নিলামে জায়গা করে নিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এর মাঝে ভারতীয়রা ছাড়াও ২৭০ জন বিদেশি ক্রিকেটার আছেন, যাদের আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে। আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই এমন বিদেশি ক্রিকেটার আছেন ৩১২ জন। এছাড়া সহযোগী দেশগুলো থেকে আছেন ৪১ জন ক্রিকেটার।