বিপিএল ২০২২

চট্টগ্রামকে হারিয়ে সাকিবদের শুভসূচনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:01 শুক্রবার, 21 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দুই ওভারে ম্যাচের মোড় পাল্টাল দু'বার। মেহেদি হাসান মিরাজের এক ওভারে ৩ উইকেট হারালেও, জিয়াউর রহমানের ঝড়ে ম্যাচে ফেরে ফরচুন বরিশাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ১২৬ রানের মামুলি লক্ষ্য তাড়ায় ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় সাকিব আল হাসানের দল। তারুণ্য নির্ভর চট্টগ্রামকে হারিয়ে জয় দিয়ে বিপিএল মিশন শুরু করল বরিশাল।

লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে মেহেদি মিরাজকে দলীয় ৩ রানে সুইপ করতে গিয়ে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে নেমে সৈকত আলীর সঙ্গে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন সাকিব। তবে মিরাজের বলেই ১৬ বলে ১৩ রান করে বোল্ড হন বরিশাল অধিনায়ক।

পরের জুটিতে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে ৫০'র ওপর নিয়ে যান সৈকত। ৬২ রানে মুকিদুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। ১৬ রানে তিনি ফেরার পর ইরফান শুক্কুরের সঙ্গে ১৬ রানের জুটি গড়েন সৈকত। 

দুজন মিলে দলকে জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৫তম ওভারে এসে ম্যাচে রোমাঞ্চ জাগিয়ে তোলেন মেহেদি মিরাজ। এক ওভারে ২ উইকেট তুলে নেয়ার সঙ্গে রান আউট হন এক ব্যাটসম্যান। সৈকত ফেরেন ৩৯ রানে, শুক্কুর এই স্পিনারকে সুইপ করতে গিয়ে এলবি ডাব্লিউ হন ১৬ রানে। আর সালমান হোসেন ০ রানে হন রান আউট।

শেষ ২৪ বলে জয়ের জন্য বরিশালের প্রয়োজন হয় ৩০ রান। কিন্তু জিয়ার এক চার ও এক ছক্কায় মুকিদুলের ওভারে ১৭ রান নেয় বরিশাল। এরপর ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় সাকিববাহিনী। ১৬ রানে ৪ উইকেট নেন মিরাজ। 

এর আগে প্রথমে ব্যাটিং করে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে বড় বিপদে পড়ে চট্টগ্রাম। ৬৩ রানে ৬ ব্যাটসম্যানকে হারিয়ে ১০০'র নিচে অল আউটের শঙ্কায় পড়ে মেহেদি মিরাজের দল। তবে তাদের মান বাচান বেনি হাওয়েল।

ইংলিশ এই অলরাউন্ডারের ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১২৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন উইল জ্যাকস। আলজারি জোসেফ ৩২ রানে নেন ৩ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ৮/১২৫ (হাওয়েল ৪০) (জোসেফ ৩/৩২)

ফরচুন বরিশাল: ১৮.৪ ওভারে ৬/১২৬ (সৈকত ৩৯) (মিরাজ ৪/১৬)