অস্ট্রেলিয়া- শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন হ্যাজেলউড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:58 শুক্রবার, 21 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইনজুরি কাটিয়ে ঘরের মাঠের সেই সিরিজে ফিরতে যাচ্ছেন জস হ্যাজেলউড।

অ্যাশেজ সিরিজে ব্রিসবেন টেস্টের পরই সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন হ্যাজেলউড। এ কারণে সিরিজের বাকি চারটি ম্যাচে খেলা হয়নি তার। লম্বা বিরতি পেয়ে সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে উঠেছেন এই পেসার।

শ্রীলঙ্কা সিরিজ খেলা প্রসঙ্গে বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আমি অবশ্যই ফিরছি। আমি দুই সপ্তাহের মতো সময় পেয়েছি, অবশ্যই আমার ইনজুরি কাটিয়ে ওঠার পথে।'

'অস্ট্রেলিয়ার হয়ে আসলে সব ম্যাচ খেলা কঠিন। আমাদের প্রাধান্য দিতে হবে, কখনো লাল বলে বা কখনো সাদা বলের ক্রিকেটে। এটা নির্ভর করবে আপনার শরীর কেমন ভ্রমণ করছে।'

হ্যাজেলউড ছিটকে পড়ায় অ্যাশেজ টেস্টে অভিষেক হয়েছিল স্কট বোল্যান্ডের। সিরিজে তিন ম্যাচ খেলে ভিক্টোরিয়ার এই পেসার শিকার করেছিলেন ১৮ উইকেট। ৩২ বছর বয়সী এই পেসারের প্রশংসাও করেছেন হ্যাজেলউড।

তিনি বলেন, 'স্কটি দারুণ ক্রিকেটার। তাকে দেখতে বেশ ভালো লাগে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটে সে সবচাইতে দারুণ। মেলবোর্নে তার অভিষেক হয়েছে, স্নায়ুর ওপর স্বাভাবিকভাবেই অনেক চাপ ছিল। কিন্তু সে শুধু সেই ম্যাচই নয়, পুরো সিরিজেই দারুণ খেলেছে।'