পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানের জাতীয় দলে কোনো ফিক্সার চান না হাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:50 বুধবার, 19 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের জাতীয় দলের পোশাকে কোনো ফিক্সারকে দেখতে চান না দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিক্সার প্রতিরোধে একটি বিল দ্রুত পাশ করার আহ্বান জানান সদ্য ক্রিকেটকে বিদায় বলা এই ক্রিকেটার।

পিসিবির প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি একটি বিল পাশ করতে চেয়েছিলেন। এই বিলে কোনো ফিক্সার যেন জাতীয় দলকে পুনরায় প্রতিনিধিত্ব না করতে পারেন, সেই ব্যাপারে কঠোর আইন ছিল।

বর্তমানে পিসিবির দায়িত্বে আছেন রমিজ রাজা। বর্তমান সময়ে সেই বিলটি পাশ হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই বিলটি দ্রুত পাশ করার তাগিদ দেন হাফিজ।

পাকিস্তান ক্রিকেটের প্রফেসরের ভাষায়, 'আমি শুনেছিলাম পিসিবির প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি একটি বিল পাস করতে চাইছিলেন যেখানে একজন খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত থাকা ক্রিকেটার পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারবেন না। তা কেন এখনও পাস হয়নি তা আমি বুঝতে পারছি না। দেশের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভোগা উচিত নয়। দ্রুত এটি অনুমোদন করা উচিত।'

পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি খেলা হাফিজ কখনোই নিজের নীতিগত অবস্থানের সঙ্গে আপোষ করতে চান না। সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমিরদের মতো বিভিন্ন সময়ে ফিক্সিংয়ে ধরা পরা ক্রিকেটারদের কড়া শাস্তি চান তিনি।

হাফিজ আরও বলেন, 'আমি আমার নীতিগত অবস্থানের সাথে আপোস করতে পারি না। কারণ পাকিস্তানের সম্মান বজায় রাখাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। একজন সত্যিকারের দেশপ্রেমিক আমি চাই না, একজন খেলোয়াড় ফিক্সিংয়ে জড়িত থাকার পরেও আবার সে আমার দেশের প্রতিনিধিত্ব করুক।'