বিপিএল

শেষ মুহূর্তে খুলনার স্কোয়াডে তানজিদ তামিম

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 14:39 বুধবার, 19 জানুয়ারি, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলেও ড্রাফট থেকে দল পাওয়া হয়নি তানজিদ হাসান তামিমের।  তবে বিপিএল শুরুর দুদিন আগে দল পেলেন তরুণ এই ওপেনার। যুব বিশ্বকাপজয়ী এই ওপেনারকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।

ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল। তবে কারো বদলি বা বিকল্প হিসেবে তামিমকে নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। ২০ জানুয়ারি থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন নাফিস।

এ প্রসঙ্গে নাফিস বলেন, ‘তানজিদ হাসান তামিমকে আমরা স্কোয়াডে রেখেছি। তবে কারো বিকল্প হিসেবে নয়। ড্রাফটে আমরা প্লেয়ার কম নিয়েছিলাম। তাই আমরা তামিমকে নিলাম। ড্রাফটের বাইরে থেকে।’

টুর্নামেন্ট শুরুর আগে জৈব সুরক্ষা প্রবেশ করতে শুরু করেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে কয়েকধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হচ্ছে। যেখানে প্রথম পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন সৌম্য সরকার। 

আবারও পরীক্ষা করা হবে বাঁহাতি এই ওপেনারকে। নাফিস বলেন, ‘সৌম্য প্রথম পরীক্ষায় পজিটিভ আসছে। আবার পরীক্ষা করা হবে। আপনারা তো জানেন, করোনায় ফলস পজিটিভ আসতে পারে। সৌম্যের বদলি হিসেবে তামিমকে নেয়া হয়নি। সৌম্যের দ্বিতীয় টেস্টের ওপর অনেক কিছু নির্ভর করছে।’

খুলনা টাইগার্স- মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, তানজিদ হাসান তামিম।