কমনওয়েলথ গেমস

কমনওয়েলথ গেমসের বাছাইয়ে বাংলাদেশের শুভসূচনা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:47 মঙ্গলবার, 18 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪৯ রান তুলতে পেরেছিল মালয়েশিয়ার মেয়েরা।

সেই লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে নিগার সুলতানার দল। এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

বল হাতে মাঠে নেমে সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। মালয়েশিয়া দলীয় ৬ রানের মধ্যে উপরের সারির দুই ব্যাটারকে হারায়।

এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি মালয়েশিয়ার মেয়েরা। দলটির হয়ে দুই অঙ্কে পৌঁছেছেন কেবল ওপেনার উইনফ্রেড দুরাইসিংগাম (১২) ও মাস এলিসা (১১)।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ ও সুরাইয়া আজমিন। একটি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন, নাহিদা আকতার ও ঋতু মনি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৩৮ রান তুলেছিলেন শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন।

ওপেনার শামীমা ২৮ রান করে আউট হয়েছেন। আর মুর্শিদা ফিরেছেন ১৪ রান করে। এরপর নিগার ৩ ও ফারজানা হক ৭ রানে অপরাজিত থেকে ৮ ওভারেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন।