ভারত

ভারতকে নেতৃত্ব দিতে চান বুমরাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 সোমবার, 17 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট ক্রিকেটে ভারতের নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এর পর থেকেই সাদা পোশাকের ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন আছে জসপ্রিত বুমরাহকে নিয়েও। এই অভিজ্ঞ পেসার জানালেন, সাদা পোশাকে ভারতকে নেতৃত্ব দেয়া হবে তার জন্য সম্মানের।

দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টে হারের পর অনেকটা অপ্রত্যাশিতভাবেই টেস্টের নেতৃত্ব ছাড়েন কোহলি। ভারতের নতুন অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল, রোহিত শর্মা, ঋষভ পান্তের সঙ্গে বুমরাহর নামও ভেসে ভেড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমে।

ভারতের অধিনায়ক হওয়ার সুযোগ এলে তা হাতছাড়া করতে চান না বুমরাহ। বরং তিনি দায়িত্ব নিতে মুখিয়ে আছেন। এই অভিজ্ঞ পেসার বলেন, 'যদি সুযোগ আসে, এটা হবে সম্মানের এবং আমি দেখিনি কোনো খেলোয়াড় এতে না বলেছে, আমিও ব্যাতিক্রম নই।'

বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বুমরাহ। দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়দেরও একজন এই ডানহাতি পেসার। তিনি বলেন, 'সেটা যেকোনো ধরনের নেতৃত্বই হোক, যদি সম্ভব হয় তাহলে আমার সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে চাই।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর হুট করেই নেতৃত্ব ছাড়েন কোহলি। পরিসংখ্যান অনুযায়ী ভারতের টেস্ট ইতিহাসের সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় তাকে।

ভারতকে মোট ৬৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন কোহলি। এর মধ্যে ৪০ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ভারত। কোহলি হেরেছেন ১৭টি টেস্টে। কোহলির নেতৃত্বে ড্র হয় ১১ টি ম্যাচ।