পাকিস্তান ক্রিকেট

পিসিবির ১০ কর্মী করোনায় আক্রান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:06 সোমবার, 17 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ১০ কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র।

এই কর্মচারীদের সবাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির সদর দফতরে কর্মরত ছিলেন। এদের প্রত্যেকেই নিচু সারির কর্মচারী। এমনটাই জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।

এর আগে গত সপ্তাহে চার কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ার পর সকল কর্মচারীদের করোনা পরীক্ষায় জোড় দেয় পিসিবি। এবার সেই পরীক্ষাতেই ১০ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

এদের প্রত্যেককেই নিজ গৃহে কোয়ারেন্টাইন পালন করবেন বলে জানিয়েছে পিসিবি। আগামি ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর।

এই টুর্নামেন্টের ১৯টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ফলে বোঝাই যাচ্ছে কর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিঃসন্দেহে পিসিবির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।