পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ

পাকিস্তান সফরে জমজমাট লড়াইয়ের আশায় কামিন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:02 সোমবার, 17 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু করেছেন প্যাট কামিন্স। আগামী মার্চেই তার দল পাকিস্তান সফর করছে।

এর মধ্যে দিয়ে ১৯৯৮ সালের পর এবারই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা। আসন্ন এই সিরিজটি নিয়ে বেশ আশাবাদী কামিন্স। তিনি মনে করেন এই সিরিজে জমজমাট লড়াই হবে।

এ প্রসঙ্গে কামিন্স বলেন, 'এটা বড় চ্যালেঞ্জ। আমি মনে করি সেরা দলগুলো অতীতে শুধু ঘরের মাঠেই ভালো করেনি, তারা দেশের বাইরেও সাফল্য পেয়েছে। সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আমাদের। আশা করি জমজমাট লড়াই হবে।'

অ্যাশেজে দারুণ অধিনায়কত্ব করে প্রশংসা কুড়িয়েছেন কামিন্স। যদিও অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের ভবিষ্যৎ অনিশ্চিত। এর ফলে পাকিস্তান সফরে তাকে দলের সঙ্গে নাও দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার বর্তমান দলের অনেকরই বিদেশ সফরের খুব বেশি অভিজ্ঞতা নেই। গত দুই বছরে অস্ট্রেলিয়াও বেশিরভাগ টেস্ট খেলেছে ঘরের মাঠে। পাকিস্তান সফরকে তাই সুযোগ হিসেবেই নিচ্ছেন কামিন্স।

তিনি বলেন, 'আমাদের অনেক তরুণ ক্রিকেটার দেশের বাইরে খুব বেশি ম্যাচ খেলেনি। এমনকি গত কয়েক বছরে আমি মনে করি আমরা কোনো টেস্ট খেলিনি। আমরা (পাকিস্তানে) যেতে মুখিয়ে আছি এবং ভিন্ন কন্ডিশনে নিজেদের যাচাই করতে চাই।'