বিপিএল

প্রথম দিনেই ভিক্টোরিয়ান্স ক্যাম্পের মন জয় করেছেন রোডস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:59 সোমবার, 17 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে দেখা যাবে স্টিভ রোডসকে। আসন্ন বিপিএলকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি ঢাকায় পা রাখেন তিনি। কুমিল্লার অনুশীলনে যোগ দেন আজ (১৭ জানুয়ারি)। অনুশীলনে যোগ দিয়েই সবার মন জয় করেছেন রোডস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে কোচ হিসেবে থাকছেন দেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দলকে শিরোপা জেতানো এই কোচের উপরেই ভরসা রাখছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। দল হিসেবেও যথেষ্ট শক্তিশালী কুমিল্লা।

ইতোমধ্যেই কোচ সালাহউদ্দিনকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন ইংলিশ এই কোচ। বাংলাদেশের সাবেক কোচের পরামর্শ বেশ পছন্দও হয়েছে সালাহউদ্দিনের। বিদেশি এই কোচের কাছ থেকে কিছু বিষয় নিজেও শিখে নিতে চান সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ।

সালাহউদ্দিন বলেন, 'কোনো কিছুতে যদি দলের লাভ হয় সেটা তো ক্ষতি কিছু না। উনি অভিজ্ঞ একজন কোচ। আমার মনে হয় তিনি বাংলাদেশের একজন সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। তিনি আমাদের একজন পরামর্শক হিসেবে এসেছেন। আশা করি তিনি আমাদের ভালো পরামর্শ দেবেন। আমিও হয়তো অনেক কিছু শিখতে পারব তার কাছ থেকে।'

'আমার মনে হয় তিনি খুবই রোমাঞ্চিত দায়িত্ব পেয়ে। খুবই ভালো মানুষ। দলে এসে শুরুতেই তিনি তার ভূমিকা সম্পর্কে সবাইকে বলেছেন। কী করতে হবে, না করতে হবে- এসেই তিনি আমাদের ভালো ভালো পরামর্শ দিয়েছেন।'

চন্দিকা হাথুরুসিংহের বিদায়ের পর ২০১৮ সালের জুনে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন রোডস। জাতীয় দলের অনেক সাফল্যের প্রত্যক্ষ সাক্ষী তিনি। কিন্তু ২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর বিসিবির সঙ্গে পথ চলা শেষ হয় তার।

এরপর আর বাংলাদেশে আসেননি রোডস। এবারের বিপিএলের মাধ্যমে প্রায় আড়াই বছর পর বাংলাদেশে আসলেন এই ইংলিশ কোচ।