ভারতীয় ক্রিকেট

কোহলির উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব বিসিসিআই নির্বাচকদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:31 সোমবার, 17 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের টেস্ট দলে আচমকা নেতৃত্ব ছেড়েছেন বিরাট কোহলি। কোহলির শূন্যস্থান পূরণ করতে এরই মাঝে মাঠে নেমেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচকরা। জানা গেছে, বিসিসিআইয়ের নির্বাচক কমিটির সিদ্ধান্তেই নির্বাচন করা হবে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক।

এই বিষয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি। যেখানে লেখা আছে, পরবর্তী টেস্ট নেতা নিয়ে এখনও আলোচনাই করেনি বিসিসিআই।

রোহিত শর্মা যেহেতু টেস্ট দলের সহ-অধিনায়ক আছেন, আপাতত তিনি সেই পদেই বহাল থাকছেন। খুব দ্রুত ভারতের কোনো টেস্ট খেলা না থাকায় এখনই নির্বাচন করা হচ্ছে না নতুন কোনো অধিনায়ক।

তবে এখনই নতুন নেতা খুঁজতে শুরু করবেন বিসিসিআইয়ের নির্বাচকরা। নির্বাচকদের মতামতের ভিত্তিতে কয়েকজন অপশন তৈরি করা হবে। তাদের পছন্দের ব্যক্তিকেই কোহলির উত্তরসূরি হিসেবে বেছে নেয়া হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর হুট করেই নেতৃত্ব ছাড়েন কোহলি। পরিসংখ্যান অনুযায়ী ভারতের টেস্ট ইতিহাসের সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয় তাকে।

ভারতকে মোট ৬৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেন কোহলি। এর মধ্যে ৪০ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ভারত। কোহলি হেরেছেন ১৭টি টেস্টে। কোহলির নেতৃত্বে ড্র হয় ১১ টি ম্যাচ।