অ্যাশেজ সিরিজ

ইংল্যান্ডকে এগিয়ে নেয়ার আমিই যোগ্য ব্যক্তি: রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:44 রবিবার, 16 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ চলাকালীনই নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে জো রুটকে। শুধু তাই নয়, অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা রুটের অধিনায়কত্ব কেড়ে নেয়ার পরামর্শও দিয়েছেন।

সিডনি টেস্ট ড্র করলেও হোবার্টে শেষ ম্যাচে হেরেছে ইংল্যান্ড। তাতে ৪-০ ব্যবধানে সিরিজ হারতে হলো সফরকারীদের। এমন হতশ্রী পারফরম্যান্সের পরও রুটের দাবি, ইংল্যান্ডকে এগিয়ে নিতে তিনিই যোগ্য ব্যক্তি।

অ্যাশেজে এবারের সিরিজে ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে ব্যাটিং নিয়ে। পুরো সিরিজের ১০ ইনিংসের একটিতেও তিনশ পেরোতে পারেনি ইংলিশরা। ব্যাটারদের ব্যর্থতায় কয়েকবার অল আউট হয়েছে দেড়শ’র নিচে।

হোবার্টে ওপেনারদের দারুণ সূচনায় আশার আলো দেখেছিল ইংল্যান্ড। বাকি কাজটা করতে হতো মিডল অর্ডার ব্যাটারদের। কিন্তু দলীয় রান ১২৪ ছুঁতেই নিভে গেল সেই আশার আলো। ৬৮ রানে প্রথম উইকেট হারানো রুটের দল অল আউট ১২৪ রানে। ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৬ রানে হার।

প্রথমবার ম্যাচ জেতার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে হেরে বাড়ি ফিরতে হচ্ছে ইংল্যান্ড। পুরো অ্যাশেজ জুড়ে সমালোচনা হলেও নিজের নেতৃত্বের ওপর বিশ্বাস রাখছেন তিনি।

রুট বলেন, ‘আমার চোখে আমি বিশ্বাস করি, এই দলকে এগিয়ে নেয়ার আমিই যোগ্য ব্যক্তি। এই সিদ্ধান্ত (নেতৃত্ব থেকে ছাঁটাই) নেয়া হয় সেটা আমার হাতে নেই। দলকে এই অবস্থা থেকে এগিয়ে নেয়ার সুযোগ পেলে ভালো লাগবে।’