ভারতীয় ক্রিকেট

‘বরখাস্ত হওয়ার ভয়ে সরে দাঁড়িয়েছেন কোহলি’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:48 রবিবার, 16 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জিতলেও শেষ দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে ভারত। এমন ফলাফলের পর বরখাস্ত হওয়ার শঙ্কা ছিল বিরাট কোহলির। যে কারণে নিজে থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। এমন মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। 

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছে থেকে ভারতের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন কোহলি। কোহলির অধীনে ৬৮টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে ৪০টি ম্যাচেই জয় পেয়েছে তার দল। এর মধ্যে ১৭টি ম্যাচে হার ও ১১টি ম্যাচে ড্র করেছে কোহলির দল।

শতাংশের হিসেবে ভারত তার অধীনে জিতেছে ৫৮.৮২ ভাগ ম্যাচে। সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ম্যাচ জয়ী অধিনায়ক কোহলি। তার অধীনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সিরিজ জিতেছে ভারত। এদিকে ভারতকে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে তুলেও শিরোপা জেতাতে পারেননি তিনি।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে সুযোগ পেয়েও হাতছাড়া করেছে কোহলির দল। বিদেশের মাটিতে সিরিজ হারায় এর আগে অনেকেই অনেকেই বরখাস্ত হয়েছেন। কোহলির ক্ষেত্রে এমন শঙ্কা ছিল বলে মনে করেন গাভাস্কার।

এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘আমি অন্তত অবাক নই। অধিনায়ক হিসেবে আমি নিজে উপলব্ধি করেছি যে, বিদেশে সিরিজ হারলে খুব ভালোভাবে নেয় না বোর্ড। ক্রিকেটপ্রেমী মানুষ এবং বিসিসিআই কর্তারাও ভালোভাবে দেখেন না বিদেশে সিরিজ হারকে। অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলার আশঙ্কা থাকেই। এটা আগেও হয়েছে এবং আমি নিশ্চিত এবারও তেমন কিছু হতে পারত। কেননা এই সিরিজটা ভারত সহজেই জিতবে বলে আশা করা হয়েছিল।’

‘আগে যা হয়েছে, সেদিকে তাকালে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওকে যেহেতু ওয়ানডে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছে, তাই হতে পারে এই সিরিজ হারের পর এমন কিছু ঘটতেই পারত। জিততে না পারলে যা কিছু ঘটতে পারে। ব্যক্তিগতভাবে তুমি যতই সফল হও, দলগত খেলায় ব্যর্থ হলে অধিনায়কের ঘাড়েই আগে কোপ পড়ে।’