অ্যাশেজ ২০২১-২২

ইংল্যান্ডের দূর্গে শেষ পেরেকটিও ঠুকে দিল অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:37 রবিবার, 16 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ওপেনারদের দারুণ সূচনায় আশার আলো দেখেছিল ইংল্যান্ড। বাকি কাজটা করতে হতো মিডল অর্ডার ব্যাটারদের। কিন্তু দলীয় রান ১২৪ ছুঁতেই নিভে গেল সেই আশার আলো। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জো রুটের দল অল আউট ১২৪ রানে। ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৬ রানে হার। ফলে চলতি অ্যাশেজে প্রথমবার একটু হলেও চাপ অনুভব করা অস্ট্রেলিয়া সিরিজ শেষ করল ৪-০ ব্যবধানে। শেষ টেস্টের ফলাফল এলো মাত্র ৩দিনেই।

দ্বিতীয় দিন ৩ উইকেটে ৩৭ রান নিয়ে দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। ১৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করা প্যাট কামিন্সের দলকে বেশিদূর যেতে দেননি মার্ক উড। ডানহাতি এই পেসারের ৬ উইকেটের সুবাদে স্বাগতিক দল গুটিয়ে যায় ১৫২ রানেই। ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৭১ রান, হাতে অন্তত আড়াই দিন।

চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ররি বার্ন্স এবং জ্যাক ক্রলির ব্যাট যেন হেসে উঠল। পুরো অ্যাশেজ জুড়ে ওপেনিংয়ে ভোগা ইংল্যান্ড পেল প্রথম উইকেট জুটিতে পেল ৫০ রানের জুটি। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে ইংলিশদের এই প্রতিরোধ অবশ্য ভেঙে দেন ক্যামেরন গ্রিন।

ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডারের বুকের কাছে আসা বল ব্লক করতে গিয়ে বোল্ড হন বার্নস। ২৬ রানে সাজঘরে ফেরেন তিনি। চা বিরতির পর ডেভিড মালান এবং ক্রলিকেও প্যাভিলিয়নের পথ দেখান গ্রিন। ১০ রান করা মালান ফেরেন বোল্ড হয়ে, ক্রলি ৩৬ রানে বিদায় নেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

ওপেনাররা রাস্তা দেখিয়ে গেলেও সেই পথে হাঁটতে পারেননি রুট-বেন স্টোকসরা। দলীয় ১০১ রানের মাথায় সাজঘরে তারাও। মিচেল স্টার্ক এবং স্কট বোলান্ডের শিকার তারা। চাপে পড়া ইংল্যান্ডকে আরও বিপদে ফেলে প্যাট কামিন্স এবং বোলাল্ড জুটি। ১০৭ রানে নেই সফরকারীদের ৭ উইকেট।

৭ উইকেট হারিয়ে বসা জো রুটের দল তখন পরাজয়ের প্রহর গুনছে। ইংলিশ দূর্গে শেষের ৩টি পেরেক ঠুকে দেন এই পেসাররাই। নাথান লায়ন বোলিংয়ে আসার আগেই ৩৮.৫ ওভারে অল আউট দলটি। শেষ ব্যাটসম্যান হিসেবে অলি রবিনসনকে বোল্ড করে অজিদের জয় নিশ্চিত করেন অধিনায়ক কামিন্স। ৩টি করে উইকেট নেন গ্রিন, কামিন্স এবং বোলান্ড। 

এর আগে প্রথম ইনিংসে ১৮৮ রানে অল আউট হয়েছিল জো রুটের দল। সর্বোচ্চ ৩৬ রান আসে ক্রিস ওকসের ব্যাট থেকে। কামিন্স একাই নেন ৪ উইকেট। আর প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়া অল আউট হয় ৩০৩ রানে।

১০১ রান করেন ট্রাভিস হেড। দ্বিতীয় ইনিংসে অ্যালেক্স ক্যারি সর্বোচ্চ ৪৯ রান করলেও অস্ট্রেলিয়া অল আউট হয় ১৫৫ রানে। মার্ক উড নেন ৬ উইকেট। ফলে ২৭১ রানের লক্ষ্যে দারুণ শুরুর পরও ইংলিশরা গুটিয়ে যায় ১২৪ রানেই।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৭৫.৪ ওভারে ৩০৩ অল আউট (হেড ১০১, গ্রিন ৭৪) (ব্রড ৩/৫৯)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৭.৪ ওভারে ১৮৮ অল আউট (ওকস ৩৬, রুট ৩৪) (কামিন্স ৪/৪৫)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৫৬.৩ ওভারে ১৫৫ অল আউট (ক্যারি ৪৯, স্মিথ ২৭) (উড ৬/৩৭)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৮.৫ ওভারে ১২৪ অল আউট (ক্রলি ৩৬, বার্ন্স ২৬) (বোলান্ড ৩/১৮)