বিপিএল

সাকিব ভাই থাকলে কাজ সহজ হয়ে যায়: নাঈম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:03 রবিবার, 16 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে ২১ জানুয়ারি। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল গুছিয়ে নিয়েছে ফরচুন বরিশাল।

দলটির নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান। আর স্পিন আক্রমণে সাকিবের সঙ্গী হিসেবে আছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। 

সাকিব থাকায় অনেকটা নির্ভার হয়ে বোলিং করা যাবে বলে মনে করেন নাঈম। সাকিব থাকলে বোলাররা আগে থেকেই পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ের টোটকা পেয়ে যান বলে জানিয়েছেন এই টাইগার স্পিনার।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নাঈম বলেন, 'সাকিব ভাইয়ের সঙ্গে (খেলা) অনেকটাই সহজ কারণ ভাইয়া আগেই বলে দিতে পারে কী করতে হবে, কী সিচুয়েশন ডিমান্ড করে, এখন কী হবে সব আগের থেকে বলে দেয় যেটা বোলিং করার সময় সহজ হয়। যখন তিনি অধিনায়ক ছিলেন তখনও আগে থেকে বলে দিতেন সিচুয়েশন কী ডিমান্ড করছে।'

সাকিব ছাড়াও দলটিতে আছেন ক্রিস গেইলের মতো মারকুটে ব্যাটার। এ ছাড়া মুজিব উর রহমান, ডোয়াইন ব্রাভোরা দলটির শোভা বাড়াবেন। নাঈম জানিয়েছেন বরিশালকে এবার শিরোপা এনে দিতেই লড়বেন তারা। জেতার জন্যই তারা প্রতিটি ম্যাচে মাঠে নামবেন। 

তিনি বলেন, 'আসলে যখনই ক্রিকেট খেলতে আসি, যে টিমেই খেলতে আসি জিতার জন্যই নামি মাঠে। ইনশাল্লাহ চেষ্টা থাকবে টিমকে জেতানো, বাকিটা আল্লাহ ইচ্ছা। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা ট্রফি জিতব।'