বাংলাদেশ ক্রিকেট

লিটন বাংলাদেশের মেগাস্টার হবে: সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 শনিবার, 15 জানুয়ারি, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

মাউন্ট মঙ্গানুইতে আক্ষেপে পুড়লেও স্ট্রোকের ফুলঝুড়ি সাজিয়ে ক্রাইস্টচার্চে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিটন দাস। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের দৃষ্টিনন্দন সব শট মন ছুঁয়ে গেছে খালেদ মাহমুদ সুজনের। নিউজিল্যান্ড সফরে টিম ডিরেক্টরের দায়িত্বে থাকা সুজন মনে করেন, লিটন বাংলাদেশের মেগাস্টার হবে।

বছরখানেক ধরেই সাদা পোশাকের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন। হাফ সেঞ্চুরি পেলেও ইনিংস বড় করতে না পরায় সেঞ্চুরি আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অধরা সেঞ্চুরি পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

লিটনের ২০২১ সালের ফর্ম অব্যাহত রেখেছিলেন নিউজিল্যান্ড সফরেও। কিউইদের মাটিতে এর আগে চার ইনিংসে করেছিলেন মোটে ৬৪ রান। তবে নতুন বছর পুরোনো হতাশা কাটিয়ে উঠেন তিনি। মাউন্ট মঙ্গানুইতে ৮৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন। 

মাউন্ট মঙ্গানুইতে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ পুষিয়ে নিয়েছেন ক্রাইস্টচার্চে। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার দিনে একপ্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। কিউইদের মাটিতে লিটনের এমন ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সুজন। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটনের ব্যাটিং নিয়ে সুজন বলেন, ‘লিটনের যখন ১৩ বছর তখন আমি ওর প্রথম কোচ মনে হয়। বিকেএসপিতে ছোট লিটন প্যাড পড়লেই মনে হয় ... পার হয়ে যেতো। লিটনকে তো ওই সময় থেকেই দেখছি, সবচেয়ে বড় কথা লিটনের ব্যাটিং সবসময় দেখতে ভালো লাগে। একেকটা মানুষ একেক রকম হয়। একেকজনের মানসিকতা একেক রকম। সবার আগে লিটনকে পড়তে হবে। লিটন কেমন, লিটন কি চায়। সবাই তো এক রকম না।’

‘আমি মনে করি আপনি যদি সেইভাবে চিন্তা করেন লিটন বাংলাদেশের মেগাস্টার হবে। আমি খালি এইটুকুই বলতে চাই। সত্যি কথা বলতে গেলে দারুণ খেলোয়াড়। এটা তো নতুন করে আর বলার কিছু নেই। আসলে যে দুইটা ইনিংস খেলেছে প্রতিপক্ষের বোলারদের বোলারই মনে হয়নি। বিশেষ করে ক্রাইস্টচার্চের সেই উইকেটে যেভাবে ব্যাটিং করেছে সেটা দুর্দান্ত।’